এই ম্যাচে মুম্বইয়ের মাত্র দু’জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। ম্যাচের সেরা রশিদ ক্রুনাল পাণ্ড্য ও কাইরেন পোলার্ডকে আউট করেন। তিনি হার্দিক পাণ্ড্যকেও আর একটু হলে আউট করে দিচ্ছিলেন। তাঁর একটি অবিশ্বাস্য গুগলিতে অল্পের জন্য আউট হওয়ার হাত থেকে বেঁচে যান হার্দিক। আফগানিস্তানের এই স্পিনার প্রতি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছেন, তাঁকে ৯ কোটি টাকা দিয়ে ধরে রেখে ভুল করেনি হায়দরাবাদ। ভিডিওতে দেখুন, রশিদ খানের অবিশ্বাস্য গুগলি, অল্পের জন্য আউট হওয়া থেকে বাঁচলেন হার্দিক
Web Desk, ABP Ananda | 25 Apr 2018 02:10 PM (IST)
মুম্বই: আইপিএল-এ গতকাল লো-স্কোরিং ম্যাচে মুম্বইকে ৩১ রানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে মাত্র ১১৮ রানে অলআউট হয়ে গেলেও, মুম্বইকে ৮৭ রানে অলআউট করে দেয় হায়দরাবাদ। বোলারদের অসাধারণ পারফরম্যান্সের ফলেই জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল। সিদ্ধার্থ কউল তিনটি এবং রশিদ খান ও বাসিল থাম্পি দু’টি করে উইকেট নেন। সন্দীপ শর্মা, মহম্মদ নবি ও শাকিব আল হাসান একটি করে উইকেট নেন। এই নিয়ে এবারের আইপিএল-এ ৬টির মধ্যে পাঁচটি ম্যাচেই হারল মুম্বই। রোহিত শর্মার দল এখন লিগ টেবলের সাত নম্বরে। অন্যদিকে, হায়দরাবাদ চারটি ম্যাচ জিতে তিন নম্বরে।