চেন্নাই: গতকাল আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে বেধড়ক মার খাওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের রোষের মুখে কলকাতা নাইট রাইডার্সের পেসার বিনয় কুমার। সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করা হচ্ছে। সমালোচনার জবাবে মুখ খুলেছেন বিনয়ও। এর আগে শেষ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৯ রান এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১০ রান বাকি থাকা অবস্থায় দলকে জেতানোর কথা উল্লেখ করে ক্রিকেটপ্রেমীদের শান্ত থাকতে বলেছেন এই পেসার। তাঁর বক্তব্য, খেলায় মাঝে-মধ্যে এরকম ভুল হয়ে যায়।
গতকাল শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ১৭ রান। প্রথম বলটিই নো করেন বিনয়। সেই বলে ছক্কাও মারেন ডোয়েন ব্র্যাভো। এরপর রবীন্দ্র জাডেজাও ছক্কা মারেন। এক বল বাকি থাকতেই জয় তুলে নেয় চেন্নাই। এরপরেই সোশ্যাল মিডিয়ায় বিনয়কে ট্রোল করা শুরু হয়। তারই জবাব দিলেন এই পেসার।