এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৩ রান করে মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা করেন ৯৪ রান। এভিন লিউইস করেন ৬৫ রান। জবাবে ৮ উইকেটে ১৬৭ রান করে ব্যাঙ্গালোর। ওপেন করতে বিরাট ৯২ রানে অপরাজিত থাকেন। এছাড়া অন্য কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। ক্রুনাল পাণ্ড্য তিনটি এবং জসপ্রীত বুমরাহ ও মিচেল ম্যাকক্লেনাগান দু’টি করে উইকেট নেন। এবারের আইপিএল-এ এই প্রথম জয় পেল মুম্বই। ভিডিওতে দেখুন, মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে মেজাজ হারালেন বিরাট
Web Desk, ABP Ananda | 18 Apr 2018 04:01 PM (IST)
মুম্বই: গতকাল আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফের আগ্রাসী মেজাজে দেখা গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলিকে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি জুড়ে দিলেন তর্ক। যদিও তাতে কোনও লাভ হয়নি। আম্পায়ারদের সিদ্ধান্ত বদল হয়নি। শেষপর্যন্ত ম্যাচও হারে ব্যাঙ্গালোর। গতকাল মুম্বই ইনিংসের ১৯-তম ওভারে এই বিতর্কিত ঘটনা ঘটে। ব্যাঙ্গালোরের ক্রিস ওকসের বল মুম্বইয়ের ব্যাটসম্যান হার্দিক পাণ্ড্যর ব্যাট ছুঁয়ে উইকেটকিপারের হাতে যায়। মাঠের আম্পায়ার নীতীন মেনন প্রথমে আউট দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন হার্দিক। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটে লেগেছিল। কিন্তু তা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বদল করেন। এতে ক্ষুব্ধ হয়ে মাঠের আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান বিরাট।