নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন মরশুমে প্রত্যাবর্তন ঘটছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। ম্যাচ ফিক্সিং বিতর্কে দু বছর সাসপেন্ড থাকার পর টুর্নামেন্টে ফিরছে এই দুটি দল। চেন্নাই আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা দল, সারা দেশজুড়েই রয়েছে সমর্থক। সেই চেন্নাইয়ের প্রত্যাবর্তন ঘটায় সমর্থকরা সাগ্রহ নয়া 'হুইসেল পোড়ু' থিম সঙয়ের অপেক্ষায় রয়েছেন। চেন্নাই দলে ধরে রেখেছে মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাদেজা এবং সুরেশ রায়নাকে। এরপর নিলামে ডোয়েন ব্র্যাভো এবং ফাফ ডুপ্লেসি আরটিএম কার্ড ব্যবহার করে দলে নেয় চেন্নাই।
ধোনিকে আবার আইপিএলে হলুদ জার্সিতে দেখা যাবে। গত দুই মরশুমে তিনি পুনে রাইজিং সুপারজায়েন্টের হয়ে খেলেছিলেন। এবার ফের চেন্নাইয়ের অধিনায়ক তিনি।
দলের একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে হুইসেল পোড়ু গানে সহ খেলোয়াড়দের সঙ্গে নাচতে দেখা গেল ধোনিকে।




হলুদ জার্সিতে এবার দেখা যাবে হরভজন সিংহকেও। তাঁকেও নাচতে দেখা গেল ভিডিওতে।