দেখুন: 'আবার দেখা যদি...', ম্যাচের আগে মাঠেই নেচে ফেললেন যুবরাজ ও নেহরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2018 05:47 PM (IST)
ইন্দোর: আইপিএলে দুটি ভিন্ন দলের সঙ্গে যুক্ত একদা টিম ইন্ডিয়ার দুই সহখেলোয়াড় আশিষ নেহরা ও যুবরাজ সিংহ। মাঠে ও মাঠের বাইরে এই দুই ক্রিকেটারের অসাধারণ বন্ধুত্বের সম্পর্ক। চলতি আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলছেন যুবরাজ সিংহ। আর গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া নেহরা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ। ইন্দোরে পঞ্জাব ও বেঙ্গালুরু মধ্যে ম্যাচের আগে দেখা হল নেহরা ও যুবির। একে অপরকে দেখে উচ্ছ্বসিত হয়ে একপাক নেচেই নিলেন যুবি ও নেহরা। আইপিএলের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে ২০১১-তে ভারতের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্যকে নাচতে ও একে অপরকে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে।