নয়াদিল্লি: চলতি আইপিএলে দুরন্ত ছন্দে দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালসকে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে প্লেঅফে পৌঁছনের লড়াইকে এগিয়ে রয়েছে তারা। কোচ রিকি পন্টিং দলের এই সাফল্যের কারণ সম্পর্কে তাঁর মতামত জানালেন। তিনি বললেন, ঋষভ পন্তের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের ওপর আস্থা রাখার ফল পাচ্ছে দল।এজন্যেই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে ফর্ম খুঁজে পেয়েছে দিল্লি ক্যাপিটালস।
পন্টিং বলেছেন,বিশ্বকাপে দলে জায়গা পাওয়া নিয়ে ঋষভের হয়ত কোনও চিন্তাভাবনা ছিল। কিন্তু সত্যি কথাটা হল, প্রথম ম্যাচে ওর অপরাজিত ৭৮ রান আমাদের জয় এনে দিয়েছিল। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ও ফর্ম ফিরে পাওয়ায় আমি খুশি। এ ধরনের টুর্নামেন্টে ওর মতো খেলোয়াড়দের কাছে যেটা প্রত্যাশা থাকে তা হল, ওরা তিন-চারটি ম্যাচ জিতিয়ে দেবে। কয়েকটি ম্যাচে কয়েকজন নির্দিষ্ট খেলোয়াড়কে বাদ দেওয়ার মতো প্রশ্ন ওঠে। কিন্তু আমি মনে করি, দলে প্রতিভাবান খেলোয়াড় থাকলে তাদের সমর্থন করাটাই প্রয়োজন। আমাদের এমন প্লেয়ার রয়েছে, যারা একটা ইনিংসে বা ম্যাচে খুব তাড়াতাড়ি খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে।
চলতি আইপিএলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। জয় এসেছে সাত ম্যাচে। হার চারটিতে। দল ঠিক সময়েই পিক করছে বলে মনে করছেন কোচ।
দিল্লি ক্যাপিটালসের সাফল্যের কারণ জানালেন কোচ রিকি পন্টিং
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2019 09:09 PM (IST)
চলতি আইপিএলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসের। জয় এসেছে সাত ম্যাচে। হার চারটিতে। দল ঠিক সময়েই পিক করছে বলে মনে করছেন কোচ।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -