লন্ডন: আগামী বিশ্বকাপের জন্য ম্যাচ আধিকারিকদের নাম ঘোষণা করা হল। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের এই মেগা ইভেন্ট। টুর্নামেন্টের লিগ পর্যায়ের জন্য যে ২২ জন ম্যাচ আধিকারিকের নাম ঘোষণা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তিন বিশ্বকাপজয়ী ও  ভারতীয় আম্পায়ার সুন্দরম রবি।


বিশ্বকাপের ৪৮ টি ম্যাচের জন্য ষোল আম্পায়ার ও ছয় ম্যাচ রেফারির নাম চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা করেছে আইসিসি।

টুর্নামেন্টে রবিই হলেন একমাত্র ভারতীয় ম্যাচ আধিকারিক। সম্প্রতি আইপিএলের ম্যাচে লাসিথ মালিঙ্গার একটি নো বল না ডাকায় তাঁকে বিরাট কোহলি সহ অন্যান্যদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল।

বিশ্বকাপে ইংল্যান্ডে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন। কুমার ধর্মসেনা দুই আম্পায়ারের মধ্যে একজন।অপর আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। পল রাইফেল হবেন থার্ড আম্পায়ার। জোয়েল উইলসন হবেন ফোর্থ অফিসিয়াল। এই ম্যাচ আধিকারিকদের মধ্যে তিনজন বিশ্বকাপজয়ী।

ডেভিড বুন ১৯৮৭-তে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। ১৯৯৬-এ অর্জুন রণতুঙ্গার নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন ধর্মসেনা। আর ১৯৯৯-এ স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাইফেল।

অন্যান্য ম্যাচ আধিকারিকরা হলেন, ক্রিস ব্রড, জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফ্ট, রঞ্জন মদুগলে, রিচি রিচার্ডসন (তাঁরা ম্যাচ রেফারি), আলিম দার, মারাইস এরাসমাস, ক্রিস গ্যাফানি, ইয়ান গৌল্ড, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নিজেল এললং, রুচিরা পাল্লিয়াগুরুজে, রড টাকার, মাইকেল গাফ, পল উইলসন ও রবি (তাঁরা সবাই আম্পায়ার)।

মদুগলে সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারি। এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপে তিনি ম্যাচ আধিকারিকের দায়িত্ব পালন করবেন। ব্রড ও ক্রো-র হবে এটি চতুর্থ বিশ্বকাপ।

আম্পায়ার দার এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। অন্যদিকে, গৌল্ডের এটাই শেষ বিশ্বকাপ। কারণ, তিনি এই বিশ্বকাপের পর অবসরের ঘোষণা করেছেন।

সেমিফাইনালের জন্য ম্যাচ আধিকারিকদের নাম গ্রুপ পর্বের পর স্থির করা হবে। সেমিফাইনালের পর চূড়ান্ত হবে ফাইনালের ম্যাচ আধিকারিকদের নাম।