চেন্নাই: এবারের আইপিএলে প্রথম হোম ম্যাচ থেকে সংগৃহীত অর্থ পুলওয়ামায় নিহত সিআরপিএফ জওয়ানদের পরিবারকে দেবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি চেক তুলে দেবেন নিহত জওয়ানদের পরিবারের হাতে।
আগামী বুধবার ১২ তম আইপিএলে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ওই ম্যাচের টিকিট বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সিএসকে-র ডিরেক্টর রাকেশ সিংহ। তিনি জানিয়েছেন, 'ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্ণেল হলেন আমাদের অধিনায়ক এমএস ধোনি। তিনিই চেক তুলে দেবে নিহত জওয়ানদের পরিবারের হাতে'।
উল্লেখ্য, বিক্রি শুরুর প্রথম দিন কয়েক ঘন্টার মধ্যে ওই ম্যাচের টিকিট বিক্রয় হয়ে গিয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হানায় ৪০জনের মৃত্যু হয়। হামলার দায়িত্ব স্বীকার করে নেয় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।
নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে সেনার বিশেষ টুপি পরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সেইসঙ্গে জাতীয় প্রতিরক্ষা তহবিলে তাঁরা ম্যাচ ফি-ও দান করেছিলেন।