তাসমেনিয়ের ফাস্ট বোলার জ্যাকসন বার্ড নিউসাউথ ওয়েলসের ওপেনিং ব্যাটসম্যান ড্যানিয়েল হিউজেসকে অফ স্ট্যাম্পের বাইরে বল রেখে শট খেলতে প্রলুব্ধ করেন। বল ব্যাটে লেগে স্লিপের দিকে উড়ে যায়। দ্বিতীয় স্লিপে দাঁড়ানো অ্যালেক্স ডুলান ক্যাচটি প্রায় ধরেই ফেলেন। কিন্তু কোনওভাবে বলটি তাঁর আঙুলের ফাঁক নিয়ে গলে যায়। প্রথম স্লিপে দাঁড়িয়ে ছিলেন ওয়েড। উইকেটরক্ষকের রিফ্লেক্সকে কাজে লাগিয়ে বল মাটি ছোঁয়ার আগেই ছোঁ মেরে তালুবন্দী করেন তিনি। তাসমেনিয়ার অধিনায়ক ওয়েড বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ওই অনবদ্য ক্যাচটি একহাতে ধরেন।
এই ক্যাচ দেখে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি ধারাভাষ্যকাররাও।