চেন্নাই:অবশেষে অপেক্ষার অবসান। আজ শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল। চেন্নাইতে টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে। মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই আরও একবার প্রমাণ করতে নামবে যে, বয়সটা একটা সংখ্যামাত্র। কারণ, এই দলের খেলোয়াড়দের গড় বয়স তুলনায় বেশি। অন্যদিকে, বিরাট কোহলির নেতৃত্বে বেঙ্গালুরু দলে অপেক্ষাকৃত তরুণ খেলোয়াড়দের ভিড়। ইতিহাস কিন্তু চেন্নাইয়ের পক্ষেই। ধোনির দল এখনও পর্যন্ত তিনবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। আরসিবি-র কাছে ট্রফি এখনও অধরাই রয়ে গিয়েছে। গতবারেও চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই। যে দল ভালো বোলিং করবে এবং চাপের মুখে সংযত থাকতে পারবে, তারাই এদিনের ম্যাচে বাজি জিতবে বলে মনে করা হচ্ছে। কোথায় সিএসকে বনাম আরসিবি ম্যাচ খেলা হবে? এই ম্যাচ খেলা হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। কখন ম্যাচ শুরু হবে? সিএসকে বনাম আরসিবি-র এই ম্যাচ শুরু রাত ৮ টায়। কোন চ্যানেলে ম্যাচ দেখা যাবে? সিএসকে বনাম আরসিবি-র ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে। স্কোয়াড চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সুরেশ রায়না, অম্বাতি রায়ডু, শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি, মুরলী বিজয়, কেদার যাদব, স্যাম বিলিংস, রবীন্দ্র জাডেজা, ধ্রুব শোরে, চৈতন্য বিষ্ণোই, ঋতুরাজ গায়কোয়াড়, ডোয়েন ব্র্যাভো, কর্ণ শর্মা, ইমরান তাহির, হরভজন সিংহ, মিচেল স্টারনার, শার্দূল ঠাকুর, মোহিত শর্মা, কেএম আসিফ, ডেভিড উইলি, দীপক চাহর, এন জগদিসান (উইকেটরক্ষক)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, পার্থিব পটেল, মার্কাস স্টোয়নিস, শিমরন হেটমেয়ার, শিবম দুবে, নাথন কুল্টার-নাইল, ওয়াশিংটন সুন্দর, উমেশ যাদব, যজুবেন্দ্র চাহল, মহম্মদ সিরাজ, হেইনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), মইন আলি, কলিন ডি গ্র্যান্ডহোম, পবন নেগি, টিম সাউদি, অক্ষদীপ নাথ, মিলিন্দ কুমার, দেবদূত পাডিক্লল, গুরকিরাত সিং, প্রয়াস রায়বর্মন, কুলবন্ত কেজরোলিয়া, নবদীপ সাইনি, হিমন্ত সিংহ।