এর বাইরেও অনেকেই থাকেন, যাঁরা রাস্তাঘাটে খেলার খবর জানতে পারেন না। আর যেন তাঁদের জন্যই তেলঙ্গানার হায়দরাবাদের রাস্তায় ঘুরতে দেখা গেল এক বিশেষ ট্যাক্সি। ওই ট্যাক্সির ছাদে আইপিএলের স্কোরবোর্ডের ডিসপ্লে।
আর এই ট্যাক্সি দেখে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আর দেরি করেননি। ছবি তুলে তা পোস্ট করে দেন। আর সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-ও ওই দুর্দান্ত ধারনাকে স্বীকার না করে পারেনি।
খেলার প্রতি এই আকর্ষণ দেখে বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়াপ্রেমীরা প্রশংসা না করে পারেনি।
এই প্রযুক্তি চালু করেছে অ্যাডোনমো নামে একটি বিজ্ঞাপণ সংস্থা। শহরের ক্রিকেটপ্রেমীদের জন্য এই উদ্যোগের প্রতি নজর দেওয়ার জন্য তারা আইসিসি-কে ধন্যবাদ জানিয়েছে।