মাঁকড় আউট বিতর্ক: দেখুন- ম্যাচের পর যখন অশ্বিনের মুখোমুখি হলেন বাটলার..
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Mar 2019 06:51 PM (IST)
জয়পুর: দ্বাদশ আইপিএল শুরুর সঙ্গেই বিতর্কও শুরু হয়েছে। সোমবার রাতে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে আর অশ্বিন জস বাটলার মাঁকড় রান আউট করলেন। আর এভাবে আউট করা নিয়ে জোর বিতর্ক দেখা দিয়েছে। আলোড়িত ক্রিকেট বিশ্ব। বল করার সময় বাটলার নন স্ট্রাইকিং প্রান্তের ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় উইকেট ভেঙে রান আউট করেন অশ্বিন। এই আউট মাঁকড়িং নামে পরিচিত। অশ্বিন আউটের আবেদন জানাতেই বাটলারের সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। এভাবে আউট হওয়ায় অশ্বিনের ওপর ক্ষুব্ধ হন বাটলার। ম্যাচ শেষ হওয়ার পরও তাঁকে দৃশ্যত ক্ষুব্ধ দেখায়। ম্যাচের পর নিয়মমতো যখন উভয় দলের খেলোয়াড় ও টিম স্টাফরা এক অপরের সঙ্গে করমর্দন করছিলেন, তখন অশ্বিনের মুখোমুখি হন বাটলার। অশ্বিনের সঙ্গে করমর্দন করতে অস্বীকার করেন তিনি। এই ঘটনার ভিডিও সামনে এসেছে। অশ্বিন বাটলারের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়ান। কিন্তু সেদিকে বাটলার তাকালেন না পর্যন্ত। এগিয়ে যান।এই ঘটনায় অশ্বিনকে খুবই বিস্মিত হতে দেখা যায়।