আইপিএল ২০১৯: রাহুলের ক্যাচ আর গেইলের ব্যাটিং-এই জয় নিশ্চিত কিংস ইলেভেন পঞ্জাবের
Web Deask, ABP Ananda | 26 Mar 2019 04:29 PM (IST)
জয়পুর: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের চতুর্থ ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের কাছে ১৪ রানের ব্যাবধানে হেরে যায় রাজস্থান রয়ালস্। এই ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে কার্যত নেতৃত্ব দেন ক্রিস গেইল। প্রথম ইনিংসে ৪৭ বলে ৭৯ রান তুলে কিংস ইলেভেন পঞ্জাবকে অনেকটা এগিয়ে নিয়ে যান ক্রিস গেইল। তবে দ্বিতীয় ইনিংসে কিংস ইলেভেন পঞ্জাবের নায়ক নিঃসন্দেহে কে এল রাহুলকেই বলা যায়। ধওয়াল কুলকারনিকে ক্যাচ আউট করেন তিনি। একেবারে বাউন্ডারির ধারে আসা বলটিকে একহাতে দক্ষতার সঙ্গে ক্যাচ করেন রাহুল। প্রথম ইনিংসের খারাপ ব্যাটিং দ্বিতীয় ইনিংসে অনায়াসেই নিজের পারফরমেন্স দিয়ে পুষিয়ে দেন কে এল রাহুল। ক্যাচ ধরার পর আনন্দে রাহুলকে জড়িয়ে ধরেন স্টিভ স্মিথ। ক্রিস গেইল আর কে এল রাহুলের এই দুরন্ত পারফরমেন্সের পরে ম্যাচের মোড় ঘুরে যায়। ২০১৭ সালে বিদেশী ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশী রান করার রেকর্ড করেছিলেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের রিপোর্টকে পিছনে ফেলে আইপিএল-এ দ্রুততম ৪০০০ রান করার রেকর্ড গড়লেন গেইল।