কলকাতা: আইপিএলের পারফরম্যান্স প্রভাব ফেলবে না বিশ্বকাপে। কোহলিকে নিয়ে ‘সুপার কনফিডেন্ট’ কুলদীপ যাদব। চলতি মরশুমে একটানা ৬টা ম্যাচ হেরে ইতিমধ্যেই খাদের কিনারে পৌঁছে গিয়েছে আরসিবি। লিগ তালিকায় বিরাটের দল সবার শেষে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কার্যত অসম্ভব। প্লে-অফের রাস্তা পাকা করতে হলে বাকি ম্যাচগুলোর মধ্যে অন্তত ৭টা জিততে হবে তাঁদের। সংশ্লিষ্ট মহলের অনেকেই মনে করছে এবারের প্রতিযোগিতায় বিরাটের দল আর কোথাও নেই। বিরাটও ‘হাল ছেড়েছেন’। নিজে রান পাচ্ছেন ঠিকই কিন্তু নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে পারছেন না। আর এটাই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওয়াকিবহাল মহলের।
বিশ্বকাপের আগে এমন হতশ্রী পারফরম্যান্স, অধিনায়কের মনোবলে আঘাত করবে না তো? বিশ্বকাপ অভিযানে ভারতকে এর খেসারত দিতে হবে না তো? এই প্রশ্নগুলোই যখন ঘন কালো গভীর অন্ধকার তৈরি করছে, তখন একেবারে টিম ম্যান হিসেবে অধিনায়কের পাশে এসে দাঁড়ালেন সতীর্থ ক্রিকেটার। কোহলির পাশে কুলদীপ।
জাতীয় দলের জার্সিতে বিরাট আরও ক্ষুধার্ত হয়ে পড়ে, মত নাইট তারকা কুলদীপ যাদবের। চায়নাম্যান এই বোলার আরও বলছেন, “ও বিশ্বসেরাদের মধ্যে একজন। অনেক অনেক রেকর্ড ভেঙেছেন। মনে হয় না এটা (আইপিএল পারফরম্যান্স) কোনও প্রভাব ফেলবে। ভারতের খেলার সময় ও (বিরাট কোহলি) আরও ক্ষুধার্ত হয়ে পড়ে। দলের প্রত্যেকে বিশ্বকাপে ভাল খেলার জন্য নিজেকে অনুপ্রাণিত করছে। ব্যক্তিগতভাবে ৫ হাজার রান করেছে। হয়ত টিম কম্বিনেশনটা কাজ করছে না। কোথাও একটা খামতি থেকে যাচ্ছে। তবে ও ফর্মে আছে। এভাবেই খেললে তা ভারতের পক্ষেই ভাল হবে।”