নয়াদিল্লি: আইপিএলের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তর্কাতর্কির পর ইনিংস ব্রেকের সময় আম্পায়ারদের রুমের দরজা ভেঙে গুরুতর বিতর্কে জড়িয়ে পড়লেন ইংরেজ আম্পায়ার নাইজেল লং। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার নাইজেলের এই অপেশাদার আচরণের জন্য তাঁকে বিসিসিআই পুরো বিষয়টি খতিয়ে দেখতে পারে।
গত শনিবার বেঙ্গালুরুতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র ম্যাচে ওই ঘটনা ঘটে। উমেশ যাদবের একটি বল ‘নো’ ডাকেন আম্পায়ার নাইজেল। তাঁর সিদ্ধান্তের প্রতিবাদ করেন আরসিবি অধিনায়ক কোহলি। কারণ, উমেশ ওভারস্টেপ করেননি। এ নিয়ে নাইজেলের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় কোহলির। এই ঘটনার জেরে সানরাইজার্সের ইনিংস শেষে আম্পায়ারদের রুমে দরজায় লাথি মারেন নাইজেল।
বিসিবিআই-এর এক আধিকারিক বলেছেন, এই ঘটনার জেরে আইপিএলের ফাইনালের আম্পায়ার হিসেবে নাইজেলকে রাখার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।
এই ঘটনা মুহূর্তের হঠকারিতা হিসেবে বিবেচনা করা যাবে কিনা, তা নিয়ে বোর্ড দ্বিধাগ্রস্ত বলে জানা গেছে।
বেঙ্গালুরুতে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আর সুধাকর রাও বলেছেন, কেএসসিএ নাইজেলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একইসঙ্গে জানিয়েছেন, এর ফলে যে ক্ষতি হয়েছে, তার খেসারত হিসেবে অর্থ দিয়েছেন।
রাও বলেছেন, আমরা আম্পায়ার নাইজেলের সঙ্গে কথা বলিনি, ম্যাচ রেফারির সঙ্গে বলেছি। সিওএ ব্যবস্থা নেবে বলে আশাবাদী।
জানা গেছে, কেএসসিএ আধিকারিকরা তাঁকে প্রশ্ন করলে নাইজেল পাঁচ হাজার টাকা দেন এবং সেই সঙ্গে রিসিপ্টেরও দাবি জানান।
.