ক্রিকেট আর বিনোদনের ককটেল আইপিএল। এখানে দুরন্ত পারফর্ম করে ক্রিকেটাররাও যেমন নজর কাড়েন, তেমনি টুর্নামেন্টে অংশ নিয়ে কোনও কোনও দর্শকও রাতারাতি বিখ্যাত হয়ে যান। এমনটাই হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও সানরাইজার্স হায়দরাবাদের একটি ম্যাচে। এক অচেনা তরুণীকে আরসিবি-র ইনিংসে প্রতিটি চার ও ছক্কার মতো প্রবল উচ্ছ্বাসে ভেসে যেতে দেখা গেল।
আরসিবি-র ফ্যান এই তরুণীর নাম দীপিকা ঘোষ। গত ৪ মে আরসিবি-র হয়ে গলা ফাটাতে তিনি মাঠে গিয়েছিলেন। তাঁর উচ্ছ্বাস প্রকাশের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপর তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। সেই সংখ্যা পৌঁছে গিয়েছে ২ লক্ষ ৬৯ হাজারে।
বলিউড তারকাদের সঙ্গে দীপিকার ছবি দেখা গিয়েছে। শাহরুখ খান, আলিয়া ভট্ট থেকে শুরু করে অর্জুন কপূরের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। ইনস্টাতে তাঁর ফলোয়ারদের মধ্যে রয়েছে প্রাচী দেশাই ও নিধি অগ্রবাল।