বিশাখাপত্তনম: এবারের আইপিএল টুর্নামেন্ট এখন অন্তিম পর্যায়ে পৌঁছেছে। প্লেঅফের দুটি ম্যাচের পর বাকি শুধু বাকি কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল। কোয়ালিফায়ার ২-র হাইভোল্টেজ ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের টক্কর মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের সঙ্গে।
প্রথমবার আইপিএলের ফাইনালে ওঠার হাতছানি শ্রেয়স আয়ারের দিল্লি ক্যাপিটালসের। তবে ধারাবাহিকভাবে ভালো খেলা ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের সেরাটা মেলে ধরতে হবে তাদের।
চিপকে ৮০ রানে হারিয়ে চেন্নাই দিল্লির লিগ তালিকায় প্রথম দুই স্থানে ওঠার পথ বন্ধ করে দিয়েছিল। এবার ফাইনালে ওঠার পথে দিল্লি মুখোমুখি সেই চেন্নাইয়ের।
গত বুধবার এলিমিনেটরে রুদ্ধশ্বাস শেষ ওভারে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে দিল্লি। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। যদিও ম্যাচ ফিনিস করতে না পারায় পন্তকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস খেলে সমালোচকদের মুখ বন্ধ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।
সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলে দিল্লির জয়ে অবদান রেখেছিলেন আর এক তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ। এর আগের তিনটি ম্যাচে রান না পেলেও গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে পেরে খুশি এই প্রতিভাবান ব্যাটসম্যান।
যেখানে আজ খেলা হবে সেখানে একটি ম্যাচ (এলিমিনেটর) খেলেছে দিল্লি। ফলে এখানকার পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে জানার সুবিধা পাবে দিল্লি।
কাগিসো রাবাডার অনুপস্থিতিতে দিল্লির পেস আক্রমণের দায়িত্ব ভালোভাবেই সামলাচ্ছেন ট্রেন্ট বোল্ট ও ইশান্ত শর্মা। কিমো পলও তাঁদের যোগ্য সঙ্গত করছেন।
গত ম্যাচে অভিজ্ঞ স্পিনার অমিত শর্মাও আঁটোসাঁটো বোলিং করেছেন।
চিপকের ঘূর্ণি পিচে যে তাঁদের ইমরান তাহির ও হরভজন সিংহর মতো স্পিনারদের মুখোমুখি হতে হবে না, এটা দিল্লির ব্যাটসম্যানদের পক্ষে স্বস্তির ব্যাপার। যদিও চেন্নাইয়ের স্পিনারদের মোকাবিলা করাটা যে আদৌ সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না। যদিও এলিমিনেটরে খেলে কঠিন পরিস্থির জন্য দিল্লি প্রস্তুত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
অন্যদিকে, প্রতিপক্ষ চেন্নাইয়ের বড় ম্যাচ খেলার দক্ষতার কথা সবারই জানা। তিন বার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই চারবার রানার্স হয়েছে।
যদিও কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একেবারেই ভালো খেলতে পারেনি চেন্নাই। ওই ম্যাচে হারের জন্যই তাদের এলিমিনেটরে খেলতে হচ্ছে। তবে খারাপ পারফরম্যান্সের জের কাটিয়ে ঘুরে দাঁড়ানোর যথেষ্ট রসদ ধোনির দলে রয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর দলের ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো পারফরম্যান্স অবশ্যই প্রত্যাশা করবেন ধোনি।
ওপেনার শেন ওয়াটসন গত ২৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৩ বলে ৯৬ রানের ইনিংস ছাড়া আর বেশি কিছু রান করতে পারেননি।
মুম্বইয়ের বিরুদ্ধে হারের পর ধোনি বলেছিলেন, ঘরের মাঠে পরিস্থিতি বুঝে খেলতে পারতেন ব্যাটসম্যানরা। কিন্তু সেই কাজে ব্যর্থ হয়েছেন তাঁরা। অন্যদিকে, ব্যাটসম্যানদের শট বাছাই নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন অধিনায়ক।
সন্ধে সাড়ে সাতটায় ম্যাচ শুরু হবে।
টক্কর ধোনির চেন্নাইয়ের সঙ্গে, প্রথমবার আইপিএলের ফাইনালে ওঠার হাতছানি দিল্লির সামনে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 May 2019 10:13 AM (IST)
প্রথমবার আইপিএলের ফাইনালে ওঠার হাতছানি শ্রেয়স আয়ারের দিল্লি ক্যাপিটালসের। তবে ধারাবাহিকভাবে ভালো খেলা ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে নিজেদের সেরাটা মেলে ধরতে হবে তাদের
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -