চেন্নাই: এবারের আইপিএলে ঘরের মাঠ এমএ চিদম্বরম স্টেডিয়ামে গতকাল বুধবার তাদের লিগ পর্যায়ের খেলা শেষ করেছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮০ রানে দাপটের সঙ্গে জয়ী হয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মহেন্দ্র সিংহ ধোনির সিএসকে। চিপকে আগামী মঙ্গলবার কোয়ালিফায়ার ১ খেলার একটা সম্ভাবনা রয়েছে চেন্নাই সুপার কিংসের। তার আগে বুধবার লিগ পর্বের শেষ ম্যাচে জয়ের পর এমএ চিদম্বরম স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফদের ধন্যবাদ জানালেন সিএসকে অধিনায়ক ধোনি। গ্রাউন্ড স্টাফদের প্রতি তাঁর এই ব্যবহার সোশ্যাল মিডিয়ায় অসংখ্যা অনুরাগীর মন কেড়ে নিয়েছে। সিএসকে চিপকের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে ধোনির ছবি পোস্ট করে বলেছে, এই কর্মীদের ছাড়া হলুদ-বাহিনীর এই সুন্দর মরশুমটা সম্ভব হত না।
এই পোস্টের প্রতিক্রিয়ায় বহু অনুরাগী গতবারের আইপিএলে ধোনির গ্রাউন্ড স্টাফদের সঙ্গে দেখা করার ছবি ও ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুরাগীরা বিভিন্ন বার্তা দিয়েছেন।