লখনউ ও রায়পুর: ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক মাওবাদী কমান্ডার। নিহতের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। কিরান্ডুল থানার জঙ্গল এলাকায় এদিন সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও ডিস্ট্রিক্ট ফোর্ট (ডিএফ)-এর যৌথ দলের তল্লাশি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ডিজি (মাওবাদী-দমন অভিযান) গিরধারী নায়েক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, টহলদারি দল যখন পেরপা ও মারকামারিস গ্রামের মধ্যে দিয়ে এগোচ্ছিল তখন মাওবাদীদের একটি দল গুলি চালাতে শুরু করে। এরপরই দুই পক্ষের লড়াই শুরু হয়।
গুলি বিনিময় থামার পর এক মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। পরে ওই দেহ মাধভী মুইয়া ওরফে জোগা কুঞ্জম (২৯)-এর বলে শনাক্ত করা হয়। দেহের সঙ্গে ৩১৫ বোরের বন্দুকও উদ্ধার হয়েছে। মাওবাদীদের মিলিটারি প্লেটুন-২৪-এর কম্যান্ডার কুঞ্জমের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল।
অন্যদিকে, গতকাল বুধবার মহারাষ্ট্রের গঢ়চিরৌলিতে মাওবাদী হামলায় নিহত ১৫ পুলিশকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, কমপক্ষে ১০০ মাওবাদীকে মেরে এই পুলিশ কর্মীদের মৃত্যুর বদলা নেওয়া হবে। এক নির্বাচনী সভায় যোগী বলেছেন, এটা সারা দেশের লড়াই এবং ১৩০ কোটি দেশবাসী সাহসী জওয়ানদের পাশে রয়েছেন।
যোগী বলেছেন, আমাদের ১৫ জন জওয়ান তাঁদের জীবন উত্সর্গ করেছেন। কিন্তু এর পাল্টা হিসেবে আমরা কমপক্ষে ১০০ মাওবাদীকে মারব।
ছত্তিশগঢ়ে গুলির লড়াইয়ে নিহত মাওবাদী কমান্ডার, গঢচৌরিলি হামলার জবাব দিতে ১০০ মাওবাদীকে মারা হবে, বললেন যোগী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 May 2019 05:09 PM (IST)
ছত্তিসগঢ়ের দান্তেওয়াড়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত এক মাওবাদী কমান্ডার। নিহতের মাথার দাম ৮ লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে। কিরান্ডুল থানার জঙ্গল এলাকায় এদিন সকালে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও ডিস্ট্রিক্ট ফোর্ট (ডিএফ)-এর যৌথ দলের তল্লাশি অভিযানের সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -