মুম্বই: স্বস্তি মুম্বইয়ের। স্বস্তি দেশেরও। চোট গুরুতর নয়, সুস্থই আছেন গুজরাতের পেসার জশপ্রীত বুমরা। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হল, “বুমরা সুস্থ আছেন। গত রাতের ম্যাচের পর অনায়াসেই হাত ঘোরাতে পারছেন বুমরা। কোনও অসুবিধা হচ্ছে না।”


প্রসঙ্গত, রবিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন এই ডেথ ওভার স্পেশালিস্ট। যার ফলে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং চলাকালীন আর ক্রিজেই আসতে পারেননি তিনি। যা অনিল আম্বানির দলের চিন্তা বাড়িয়েছিল। এবং একই সঙ্গে বুমরার চোটে আশঙ্কিত ছিল ভারতীয় শিবিরও। কারণ, সামনেই বিশ্বকাপ। চোটের কারণে যদি কোনও ভাবে ছিটকে যেতে হয় তাঁকে, তাহলে সবথেকে বিপাকে পড়তে হত ভারতীয় দলকেই। তবে আপাত স্বস্তিতে দুই শিবিরই। বুমরাহ সুস্থ আছেন বলেই জানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ২৮ মার্চ বিরাটের রয়্যাল চ্যালাঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামবে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে জশপ্রীত বুমরার খেলা নিয়ে আশাবাদী গোটা দল ও ফ্যানরা।