নয়াদিল্লি: আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচ থাকলে দর্শকরা খেলার পাশাপাশি বিনোদনের অন্যান্য উপকরণও মজুদ থাকে। ফিরোজ শাহ কোটলায় গত মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের ম্যাচ চলাকালে গ্যালারির একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ঘোরাফেরা করছে। খেলা দেখতে এসেছিলেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী। সঙ্গে মেয়ে জিভাও।


ওই ম্যাচে দিল্লিকে ছয় উইকেটে হারিয়ে দেয় চেন্নাই।শেন ওয়াটশন আউট হওয়ার পর উইকেটে ধোনির টিকে থাকাটা তখন অত্যন্ত প্রয়োজনীয় ছিল।অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে ধোনি দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। তিনি একটি ছক্কাও মারেন। ধোনি যখন ব্যাটিং করছিলেন তখন  গ্যালারি থেকে বাবার হয়ে গলা ফাটাতে দেখা গেল ছোট্ট জিভাকে।

ধোনির খেলার সময় জিভাকে বাবার সমর্থনে এভাবে চিয়ার করতে দেখা গেল। জিভার ওই বাবাকে চিয়ার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে বাবার খেলা বেশ উপভোগ করতে দেখা যাচ্ছে জিভাকে। চেয়ারের ওপর দাঁড়িয়ে চিত্কার করে জিভাকে ‘কামঅন পাপা’ বলতে শোনা গিয়েছে।




এরইমধ্যে নিরাপত্তা বেষ্টনী টপকে ধোনির কাছাকাছি চলে এসেছিল এক অনুরাগী। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা ওই অনুগামীকে সরিয়ে নিয়ে যান।