বেঙ্গালুরু: আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিং। আইপিএলে পরপর পাঁচ ম্যাচে হার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রাসেলের ১৩ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে কলকাতা নাইট রাইডার্স পাঁচ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২০৬ রান ৫ উইকেট হারিয়ে তুলে নেয়।


রান তাড়া করতে নেমে একটা সময় ২৪ বলে ৬৬ রানের দরকার ছিল কেকেআরের। এই অবস্থায় রুদ্ধশ্বাস জয় এনে দিল রাসেলের ব্যাট। ক্যারিবিয়ান ব্যাটসম্যানের ইনিংসে ছিল সাতটি ছক্কা ও একটি চার।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলি (৪৯ বলে ৮৪ রান)ও এবি ডিভিলিয়ার্স (৩২ বলে ৬৩ রান)-এর ইনিংসে ভর করে করে ৩ উইকেটে ২০৫ রান তোলে বেঙ্গালুরু। তাঁদের দুজনের জুটিতে ১০৮ রান যোগ হয়।

কেকেআর এই নিয়ে চারটির মধ্যে তিনটি ম্যাচ জিতল দীনেশ কার্তিকের দল। অন্যদিকে, বেঙ্গালুরু পরপর ম্যাচটি ম্যাচে হারল।

কেকেআরের রান তাড়া শুরু করার কাজটা বেশ ভালোই করেন ক্রিস লিন (৩১ বলে ৪৩) এবং রবিন উথাপ্পা (২৫ বলে ৩৩)। নীতীশ রানাও উল্লেখযোগ্য অবদান রাখেন। তিনি করেন ২৩ বলে ৩৭ রান। এরপর ডেথ ওভারে রাসেলের বিস্ফোরক ব্যাটিং কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেয়।

কোহলি ও ডিভিলিয়ার্সের ব্যাটিংয়ে বেঙ্গালুরু একটা সময় ২৫০ মতো রান তুলে ফেলবে বলে মনে হচ্ছিল। কিন্তু নাইট বোলাররা শেষমূহূর্তে কিছুটা ঘুরে দাঁড়ান। ফলে ২০৫-এর বেশি রান তুলতে পারেনি বেঙ্গালুরু।