নয়াদিল্লি: আপাতত স্বস্তিতে আম্পায়ার সুন্দরম রবি ও সি নন্দন। নম্বর কাটা গেলেও আইপিএল-এ তাঁরা আম্পায়রিং করবেন বলেই জানিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে ১১জন ভারতীয় আম্পায়ার আইপিএল পরিচালনার দায়িত্বে রয়েছেন। চতুর্থ আম্পায়ার হিসেবে রয়েছেন আরও ৬ জন ভারতীয়। তাছাড়াও আইপিএল পরিচালনায় নিযুক্ত রয়েছেন আইসিসি তালিকাভুক্ত বিদেশী আম্পায়াররাও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচে সুন্দরম রবির ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয় বিরাট কোহলিদের। ম্যাচের শেষ বলে লাসিথ মালিঙ্গার নো বল চোখে পড়েনি তাঁর। যা নিয়ে ম্যাচ শেষে রীতিমতো ক্ষুব্ধ দেখায় বিরাটকে। মুম্বইয়ের বিরুদ্ধে ৬ রানে ম্যাচ হারের পর তিনি বলেন, “আম্পায়ারদের চোখ খোলা রাখা উচিত।” উল্লেখ্য, আরেক অন-ফিল্ড আম্পায়ার সি নন্দনের সিদ্ধান্তে অখুশি হতে দেখা গিয়েছে রোহিত শর্মাকেও। এরপরই আম্পায়ারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এমনও শোনা যায়, প্লে-অফ ম্যাচে এস রবি, সি নন্দনদের দিয়ে ম্যাচ পরিচালনা করা হবে না।
এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে বিসিসিআই জানিয়ে দিল, এই মুহূর্তে তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন আম্পায়ারের অভাব রয়েছে। যে ১১ জন ভারতীয় আম্পায়ার আইপিএল পরিচালনা করছেন তাদের মধ্যে কেবল এস রবি, সি নন্দন, শামসুদ্দিন, অনিল চৌধুরী, নীতীন মেনন-এই ৫ জনই আইসিসি তালিকাভুক্ত। এস রবি, সি নন্দন যে ভুল করেছেন, তার ফলে স্বাভাবিকভাবেই তাঁদের নম্বর কাটা যাবে। ম্যাচ রেফারি মনু নায়ার সেবিষয়ে নিশ্চিতভাবেই রিপোর্ট দেবেন। তবে এটা মেনে নিতে হবে, তাঁদের পরিবর্তন করার সিদ্ধান্ত বাস্তবোচিত হবে না। সুতরাং এই দুই আম্পায়ারকে শাস্তি দেওয়ার কোনও প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিল ভারতীয় বোর্ড।