ফ্রান্সের অপর এক সরকারি আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, ‘আমরা এই সিদ্ধান্তের প্রশংসা করছি। আমরা অনেক বছর ধরেই মাসুদ আজহারের উপর নিষেধাজ্ঞা জারির পক্ষে সওয়াল করে আসছিলাম। আমাদের চেষ্টার ফলেই এটা হল। রাষ্ট্রপুঞ্জ সহ সব স্তরে আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
এ বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলার কয়েকদিন পরেই মাসুদের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব পেশ করে ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। চিন আপত্তি না করায় রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সেই প্রস্তাব গৃহীত হয়েছে। সেই কারণেই এটিকে নিজেদের সাফল্য বলছে ফ্রান্স।