উইকেটরক্ষক-ব্যাটসম্যান রবিন উথাপ্পাকে চেনা ছন্দেই দেখা গেল। মাঠের প্রায় সব দিকেই বল পাঠালেন তিনি। এই মরশুমে যে প্লেয়ারদের নাইট রাইডার্স রিটেন করেছে, তাঁদের মধ্যে অন্যতম উথাপ্পা।
এছাড়াও অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের খেলোয়াড় শুবমান গিল ও রিঙ্কু সিংহকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা যায়। দুই ব্যাটসম্যানকেই খুব ভালো ব্যাটিং করতে দেখা গেল। এটা দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের কাছে খুবই শুভ সঙ্কেত।
আগামী ২৪ মার্চ হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগে ইডেন গার্ডেন্সেও অনুশীলন করবে দীনেশ কার্তিকে নেতৃত্বাধীন দল।
গত তিনটি মরশুমে প্লে অফের গণ্ডি টপকাতে পারেনি নাইট রাইডার্স।
দল: দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন উথাপ্পা (সহ অধিনায়ক), ক্রিস লিন, অ্যান্দ্রে রাসেল, সুনীল নারাইন, শুবমান গিল, প্রসিধ কৃষ্ণ, শিভম মাভি, নীতীশ রানা, কমলেশ নাগরকোটি, রিঙ্কু সিংহ, কুলদীপ যাদব, পিযুস চাওলা, কার্লোস ব্রেথওয়েট, লোকি ফার্গুসন, আনরিচ নোর্জে, নিখিল নায়ক, হ্যারি গুর্নে, পৃথ্বী রাজ ইয়ারা, জো ডেনলি, শ্রীকান্ত মুন্ধে