লোকসভা নির্বাচনের কারণে আগামী বছরের আইপিএল হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে
Web Desk, ABP Ananda | 25 Apr 2018 07:29 PM (IST)
কলকাতা: লোকসভা নির্বাচনের কারণে আগামী বছরের আইপিএল হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। আজ কলকাতায় আইসিসি-র বৈঠকের ফাঁকে এ কথা জানিয়েছেন বিসিসিআই-এর এক কর্তা। এর আগে লোকসভা নির্বাচনের কারণে ২০০৯ সালের আইপিএল অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালের আইপিএল-এর প্রথম পর্যায়ের ম্যাচগুলি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। আগামী বছর আইপিএল-এর সময়েই লোকসভা নির্বাচন হলে ফের বিদেশে সরে যেতে পারে এই প্রতিযোগিতা। আগামী বছর ২৯ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল-এর ম্যাচগুলি হওয়ার কথা। এপ্রিল থেকে মে মাসের মধ্যে আবার লোকসভা নির্বাচন হওয়ার কথা। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই আধিকারিক বলেছেন, ‘যদি সেরকম কোনও পরিস্থিতি তৈরি হয়, তাহলেই আমরা সিদ্ধান্ত নেব। তবে আমরা সেরকম পরিস্থিতির জন্য তৈরি। সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএল সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের সময়ের পার্থক্যের কারণে দর্শকদের অসুবিধা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর ক্ষেত্রে সেই সমস্যা নেই। ফলে শারজা, দুবাই ও আবুধাবিতে খেলা হতে পারে।’