কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় ত্রয়োদশ আইপিএলের নিলামে ৬৮ জন প্লেয়ারকে কিনে নিল আটটি দল। ৩৩৮ জন খেলোয়াড়ের তালিকা থেকে ৬৮ জনকে নিলামের মাধ্যমে দলগুলি কিনে নেয়। সবচেয়ে বেশি দাম পেয়েছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, শিমরন হেটমেয়ারের মতো খেলোয়াড়। আবার মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, টিম সাউদি ও এভিন লুইসের মতো খেলোয়াড় কোনও দল পেলেন না।
এখন আটটি ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা খেলোয়াড় ও নিলাম থেকে ক্রয় করা প্লেয়ারদের তালিকা দেখে নেওয়া যাক।
চেন্নাই সুপার কিংস
রিটেন খেলোয়াড়: শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসিস, সুরেশ রায়না, কেদার যাদব, এন জগদেশন, মুরলী বিজয়. ঋতুরাজ গাইকোয়াড়, এম এস ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, মনু সিংহ, হরভজন সিংহ, ইমরান তাহির, কর্ণ শর্মা, লুঙ্গি এনগিডি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, কেএম আসিফ
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: পিযুষ চাওলা (৬.৭৫ কোটি টাকা), স্যাম কুরান (৫.৫ কোটি টাকা), জস হ্যাজেলউড (২ কোটি টাকা), আর সাই কিশোর (২০ লক্ষ টাকা)
দিল্লি ক্যাপিটালস
রিটেন খেলোয়াড়: শিখর ধবন, আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, অক্ষর পটেল, হর্ষল পটেল, আর অশ্বিন, অমিত শর্মা, সন্দীপ লামিছানে, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা, কিমো পল, আবেশ খান
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: শিমরন হেটমেয়ার (৭.৭৫ কোটি টাকা), মারকাস স্টোয়নিস (১ কোটি টাকা), অ্যালেক্স ক্যারি (২.৪ কোটি টাকা), জেসন রায় (১.৫ কোটি টাকা), ক্রিস ওকস (১.৫ কোটি টাকা), মোহিত শর্মা (৫০ লক্ষ টাকা), তুষার দেশপান্ডে ( ২০ লক্ষ টাকা), ললিত যাদব (২০ লক্ষ টাকা)।
কিংস ইলেভেন পঞ্জাব
রিটেন খেলোয়াড়: কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক অগ্রবাল, করুণ নায়ার, মনদীপ সিংহ, নিকোলাস পূরন, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, মুজিব উর রহমান, কে গৌতম, জে সুচিত, হরপ্রিত ব্রার, মহম্মদ শামি, হারদুস ভিলজোয়েন, অক্ষরদীপ সিংহ, দর্শন নলকাণ্ডে
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: গ্লেন ম্যাক্সওয়েল (১০.৭৫ কোটি টাকা), শেলডন কোট্রেল (৮.৫ কোটি টাকা), রবি বিষ্ণোই (২ কোটি টাকা), প্রভসিমরন সিংহ (৫৫ লক্ষ টাকা), দীপক হুডা (৫০ লক্ষ
টাকা), জেমস নিশাম (৫০ লক্ষ টাকা), ইশান পোড়েল (২০ লক্ষ টাকা), ক্রিস জর্ডন (৭৫ লক্ষ টাকা), তাজিন্দার ধিলোঁ (২০ লক্ষ টাকা)।
কলকাতা নাইট রাইডার্স
রিটেন খেলোয়াড়: শুভমান গিল, সিদ্দেশ লাড, অ্যান্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, রিঙ্কু সিংহ, নীতীশ রানা, সুনীল নারিন, কুলদীপ যাদব, হ্যারি গার্নি, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: প্যাট কামিন্স (১৫.৫ কোটি টাকা), ইয়ন মর্গ্যান (৫.২৫ কোটি টাকা), বরুণ চক্রবর্তী (৪ কোটি টাকা), টম ব্যান্টন (১ কোটি টাকা), রাহুল ত্রিপাঠী ( ৬০ লক্ষ টাকা), প্রবীন তাম্বে (২০ লক্ষ টাকা), এম সিদ্ধার্থ (২০ লক্ষ টাকা), ক্রিস গ্রিন (২০ লক্ষ টাকা), নিখিল নায়েক (২০ লক্ষ টাকা)।
মুম্বই ইন্ডিয়ান্স
রিটেন খেলোয়াড়:রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, আদিত্য তারে, আনমোলপ্রিত সিংহ, কায়রন পোলার্ড, ইশান কিষাণ, শেরফেন রাদারফোর্ড, হার্দিক পান্ড্য, ক্রুণাল পান্ড্য, রাহুল চাহার, জয়ন্ত যাদব, অনুকূল রয়, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, ধবল কুলকার্নি, মিচেল ম্যাকক্লিনেঘান
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: নাথন কুল্টার নাইল (৮ কোটি টাকা), ক্রিস লিন (২ কোটি টাকা), সৌরভ তিওয়ারি (৫০ লক্ষ টাকা), মহসিন খান (২০ লক্ষ টাকা), দিগ্বিজয় দেশমুখ (২০ লক্ষ টাকা), প্রিন্স বলবন্ত রাই সিংহ (২০ লক্ষ টাকা)।
রাজস্থান রয়্যালস
রিটেন খেলোয়াড়: জস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, মনন ভোহরা, রিয়ান প্রয়াগ, বেন স্টোকস, মাহিপাল লোমরোর,শশাঙ্ক সিংহ, শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াটিয়া, মায়াঙ্ক মারকাণ্ডে, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত, বরুণ অ্যারন
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: রবিন উথাপ্পা (৩ কোটি টাকা), জয়দেব উনাদকট (৩ কোটি টাকা), যশস্বী জয়সওয়াল (২.৪ কোটি টাকা), কার্তিক ত্যাগি (১.৩ কোটি টাকা), অ্যান্ড্রু টাই ( ১ কোটি টাকা), টম কুরান (১ কোটি টাকা), অনুজ রাওয়াত (৮০ লক্ষ টাকা), ডেভিড মিলার (৭৫ লক্ষ টাকা), ওশেন থমাস (৫০ লক্ষ টাকা), আকাশ সিংহ (২০ লক্ষ টাকা), অনিরুদ্ধ জোশি (২০ লক্ষ টাকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
রিটেন খেলোয়াড়: বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদুত পাডিক্কাল, পার্থিব পটেল, গুরক্রিত সিংহ মান, মইন আলি, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, উমেশ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: ক্রিস মরিস (১০ কোটি টাকা), অ্যারন ফিঞ্চ (৪.৪ কোটি টাকা), ডেল স্টেইন (২ কোটি টাকা), কেন রিচার্ডসন (১.৫ কোটি টাকা), ইসুরু উদানা (৫০ লক্ষ টাকা), জোসুয়া ফিলিপে (২০ লক্ষ টাকা), পবন দেশপান্ডে (২০ লক্ষ টাকা)
সান রাইজার্স হায়দরাবাদ
রিটেন খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, শ্রীবত্স গোস্বামী, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, অভিষেক শর্মা, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি, টি নটরাজন, বিলি স্ট্যানলেক
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: মিচেল মার্শ (২ কোটি টাকা), প্রিয়ম গর্গ (১.৯ কোটি টাকা), বিরাট সিংহ (১.৯ কোটি টাকা), ফ্যাবিয়ান অ্যালেন (৫০ লক্ষ টাকা), সন্দীপ বাভানকা (২০ লক্ষ টাকা), আব্দুল সামাদ (২০ লক্ষ টাকা), সঞ্য় যাদব (২০ লক্ষ টাকা)
আইপিএল ২০২০: কেমন হল কোন দল, নিলামে কোন খেলোয়াড় কত দর পেলেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Dec 2019 04:13 PM (IST)
বৃহস্পতিবার কলকাতায় ত্রয়োদশ আইপিএলের নিলামে ৬৮ জন প্লেয়ারকে কিনে নিল আটটি দল। ৩৩৮ জন খেলোয়াড়ের তালিকা থেকে ৬৮ জনকে নিলামের মাধ্যমে দলগুলি কিনে নেয়। সবচেয়ে বেশি দাম পেয়েছেন প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ, শিমরন হেটমেয়ারের মতো খেলোয়াড়। আবার মার্টিন গাপ্টিল, কলিন মুনরো, টিম সাউদি ও এভিন লুইসের মতো খেলোয়াড় কোনও দল পেলেন না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -