ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান বড় শট খেলায় সিদ্ধহস্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে একের পর এক ম্যাচ একার হাতে বের করে এনেছেন তিনি। আইপিএলও তার ব্যতিক্রম নয়। গত মরশুমেও আইপিএলে কয়েকটি প্রায় হেরে যাওয়া ম্যাচে জিতিয়ে দিয়েছিলেন কেকেআর-কে। ২০১৯-র মরশুমে আইপিএল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন অলরাউন্ডার রাসেল। যদিও কেকেআর গতবার প্লেঅফেও যেতে পারেনি।
৫০-র বেশি গড় ও ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৫০০-র বেশি রান করেছিলেন রাসেল। ৫২ টি ছক্কা হাঁকিয়েছেন এই জামাইকান। গত মরশুমে মেন ইন গোল্ড অ্যান্ড পার্পেলে সর্বাধিক উইকেট সংগ্রহকারীও ছিলেন তিনি। এবারের মরশুমে স্বাভাবিকভাবেই কেকেআরের অন্যতম ভরসা রাসেল।
আগামীকাল বুধবার নাইটরা খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
রাসেল খুব একটা টেকনিক নিয়ে মাথা ঘামান না। কিন্তু শক্তির দাপটে বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। কেকেআর-এর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে রাসেলের একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওতে অনুশীলনেই বিধ্বংসী মেজাজ দেখা গিয়েছে রাসেলের। ভিডিওকে রাসেলকে বড় বড় শট খেলতে দেখা গিয়েছে। আর একটা শটে তো ক্যামেরার কাচই গুঁড়িয়ে গেল।
দেখুন ভিডিও-