মুম্বই: ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা হিসেবে ইতিমধ্যই নিজের জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। শুধু মাঠের প্রতিযোগিতা নয়। একাধিক ক্রিকেটারের স্বপ্ন সফল করতে বড় ভূমিকা নিয়েছে আইপিএল। বহু ক্রিকেটারের জীবন আমূল পাল্টে গিয়েছে এই লিগের জন্য।
বিশেষ করে, অনামী ক্রিকেটারদের কাছে নিজের যোগ্যতা ও প্রতিভা প্রমাণ করার জন্য দুর্দান্ত মঞ্চ হল আইপিএল। বহু ছোট ক্রিকেটারকে সুযোগ করে দিয়েছে আইপিএল। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে ক্রিকেট দুনিয়ায় নিজের পৃথক পরিচয় তৈরি করেছেন সেই সকল ক্রিকেটাররা।
তেমনই একটি অখ্যাত নাম হল যশস্বী জয়সওয়াল। এবারের নিলামে যশস্বীকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যাল্স। প্রসঙ্গত, কেরিয়ারের শুরুতে প্রচণ্ড সংঘর্ষ করতে হয়েছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার বাসিন্দা যশস্বীকে। তিনি জানিয়েছেন, ক্রিকেট খেলার খরচ মেটানোর জন্য একটা সময়ে ফুচকা বেচতেন। শুতে হতো ক্লাবের তাঁবুতে।
এবছর বিজয় হজারে ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ২০৩ রানের দুরন্ত ইনিংস খেলেন এই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার। সেখানেই সকলের নজর কাড়েন এই যুব প্রতিভা। এই পারফরম্যান্সের দৌলতে যশস্বী লিস্ট-এ ক্রিকেটে দ্বিশতরান করা বিশ্বের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হন।
রাজস্থান রয়্যাল্সে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যশস্বী। জানিয়েছেন, নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করবেন তিনি। বলেন, এই দলে একাধিক খ্যাতনামা ক্রিকেটার রয়েছেন। তাঁদের থেকে শিখে নিজের খেলায় আরও উন্নতি করতে চাই। শেন ওয়ার্নের থেকে শেখার জন্য মুখিয়ে আছি।
যশস্বীর কোচ জানান, তিনি আশা করেছিলেন, এবার তাঁর ছাত্র কোনও না কোনও আইপিএল দলে সুযোগ পাবেই। একইসঙ্গে, তিনি এ-ও মনে করছেন, এখন এই পর্যায়ে সফল হতে গেলে নিজের ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে যশস্বীকে।
তবে, আইপিএল-এর আগে, নিজের ক্ষমতা ও জাত চেনানোর বড় সুযোগ রয়েছে যশস্বীর সামনে। আগামী ১৭ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। সেখানে ভারতীয় দলের সদস্য হিসেবে থাকছেন যশস্বী।