নয়াদিল্লি: আইপিএল-এর মরসুমে আজ চতুর্থবার ধোনি ম্যাজিক দেখার অপেক্ষায় অনুরাগীরা। ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবে চেন্নাই সুপার কিংসের। চোটের জন্য বাইরে থাকা ডোয়েন ব্র্যাভো এবং অম্বাতি রায়ডু, দু’জনেই ইতিমধ্যে সুস্থ। আজ মাঠে নামবার সম্ভাবনা রয়েছে তাঁদের ২ জনেরই।


কাদের বদলে মাঠে ব্রাভো, রায়ডু?

চেন্নাই সুপার কিংসের ঋতুরাজ গায়কোয়াড়-এর বদলে আজ মাঠে নামবেন অম্বাতি রায়ডু। চোট সারিয়ে ইতিমধ্যেই সুস্থ তিনি। এর আগে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। রাজস্থানের বিরুদ্ধে প্রথম ম্যাচে মিডল অর্ডার এই ব্যাটসম্যান শূন্য রান নিয়ে ফিরেছিলেন। পরের ম্যাচ ছিল দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে। সেখানে ১০ বলে মাত্র ৫ রান করতে পেলেছিলেন ঋতুরাজ। সেই ম্যাচে হেরে গিয়েছিল সিএসকে। আজ ধোনির কাছে ঋতুরাজ গায়কোয়াড়-এর বদলে রায়ডুকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়াই ছিল স্বাভাবিক।

অন্যদিকে ২০১৩ ও ২০১৫ সালের পার্পেল ক্যাপ জয়ী ডোয়েন ব্র্যাভো আজ হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছেন। স্যাম করণের বদলে মাঠে নামছেন তিনি। তব একজন অলরাউন্ডারকে বাদ দিয়ে অপর অলরাউন্ডারকে দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন থাকছে। চেন্নাইয়ের ম্যাচে নিয়মিত ওপেন করছেন শেন ওয়াটসন, ফাফ ডুপ্লেসি। এঁদের বাদ দেওয়ার অর্থ মিডিল অর্ডারের ওপর চাপ সৃষ্টি করা।  জশ হ্যাজেলউডকে বাদ দেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দিল্লি ক্যাপিটালস -এর বিরুদ্ধে ৪ ওভার বল করে ২৮ রান দিয়েছিলেন তিনি।

আজকের ম্যাচটি ব্রাভো ও রায়ডু উভয়ের জন্যই যে গুরুত্বপূর্ণ একথা বলা যেতেই পারে।