দুবাই: আইপিএল-এ পরপর দুই ম্যাচে চেন্নাই সুপার কিংসের হার চট করে দেখা যায় না। আজ কিন্তু সেটাই হল। রাজস্থান রয়্যালসের পর দিল্লি ক্যাপিটালসের কাছেও হেরে গেল মহেন্দ্র সিংহ ধোনির দল। দু’টি ম্যাচেই টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। কিন্তু তাঁর দল বড় রান তাড়া করতে গিয়ে ম্যাচ খোয়াল।
আজকের হারের পর ধোনির বক্তব্য, ‘আমরা ভাল খেলতে পারিনি। আমাদের ব্যাটিংয়ে গতির অভাব হচ্ছে। তারই ফল ভুগতে হল। মন্থর গতিতে শুরু করার পর রান রেট বাড়তে থাকে। তার ফলে চাপ বেড়ে যায়। আমাদের সেদিকে নজর দিতে হবে। আমাদের কম্বিনেশনের বিষয়েও স্পষ্ট ধারণা নিয়ে পরের ম্যাচে মাঠে নামতে হবে। পরের ম্যাচে (অম্বাতি) রায়াডু খেললে হয়তো দলের ভারসাম্য ঠিক থাকবে।’
চেন্নাইয়ের অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, ব্যাটিয়ের পাশাপাশি দলের বোলিং বিভাগের পারফরম্যান্স নিয়েও তিনি সন্তুষ্ট নন। এ বিষয়ে ধোনি বলেছেন, ‘আমাদের লেংথ, লাইন ও পেস আরও ভাল করা দরকার। আমাদের স্পিনাররা এখনও পর্যন্ত ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি। আমরা ভাল বোলিং করছি, কিন্তু অনেক বেশি বাউন্ডারি মারার বল দিয়ে ফেলছি। আমরা অনেক ক্যাচও মিস করেছি। খেলোয়াড়রা এরকম আলোয় খেলতে অভ্যস্ত নয়। ক্যাচ মিসের জন্য এটাও দায়ী হতে পারে।’
ধোনি আরও বলেছেন, তাঁরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে খেলছেন। পরের ম্যাচে রায়াডু খেললে হয়তো একজন বোলারকে দলে নেওয়া হতে পারে।
৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে ৫ নম্বরে চেন্নাই। এই জায়গা থেকে ওপরের দিকে যেতে হলে ম্যাচ জিততে হবে ধোনিদের। এখন সেই উইনিং কম্বিনেশনই হাতড়ে বেড়াতে হচ্ছে ধোনিকে।
IPL 2020, CSK vs DC: ভাল খেলতে পারছে না দল, স্বীকার করলেন ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Sep 2020 11:42 PM (IST)
৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবলে ৫ নম্বরে চেন্নাই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -