মুম্বই: যাঁদের সঙ্গে কাজের সূত্রে ওঠাবসা, তাঁদেরই কেউ কোভিড-১৯ পজিটিভ জানতে পারলে আপনিও তো আতঙ্ক, উত্কণ্ঠায় থাকবেন, তাই না? অভিনেতা অর্জুন রামপালেরও তেমনই হয়েছিল। তিনি যে ছবির কাজ করছিলেন, সেই ‘নেল পালিশ’-এর দুই কলাকুশলী মানব কউল, আনন্দ তিওয়ারির সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে। টেস্টে দুজনেই পজিটিভ হন। আগাম সতর্কতা হিসাবে ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়। চলতি সপ্তাহের গোড়ায় রামপাল নিজের টেস্ট করিয়ে হোম কোয়ারান্টিনে চলে যান।


আজ তিনি জানালেন, তাঁর পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। তিনি স্বস্তি পেলেন। তবে চারদিন বাদে আরেকবার টেস্ট করাতে হবে। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, টেস্টে কোভিড নেগেটভ হয়েছি। আপনাদের ভালবাসা, প্রার্থনার জন্য ধন্যবাদ। চারদিনের মাথায় আবার টেস্ট করাতে হবে। কিন্তু স্বস্তিতে আছি। তরতাজা, নিরাপদ থাকুন।

বৃহস্পতিবারই অর্জুন জানান, করোনাভাইরাস পজিটিভ হওয়া মানব, আনন্দের খুব নিকট সংস্পর্শে আসায় তিনিও টেস্ট করিয়েছেন। লেখেন, গতকাল সেটে কোভিড পজিটিভ হন আমারা দুই সহশিল্পী মানব কউল, আনন্দ তেওয়ারি। সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ রাখা হয়। সেটাই সঠিক পদক্ষেপ ছিল। আমাদের সবার টেস্ট করা হচ্ছে। আবার কাজ শুরু হবে আশা রাখছি। এটা চরম পরীক্ষার সময়, কিন্তু আমাদের সবাইকে সাহস রাখতে হবে। ওদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। আমার নিজের পরীক্ষার ফলের অপেক্ষা করছি।


‘নেল পালিশ’-এ অর্জুনকে দেখা যাবে হাইপ্রোফাইল ডিফেন্স লইয়ারের ভূমিকায়। যার নাম সিড জয়সিংহ। ছবিটি দ্রুত গতিসম্পন্ন কোর্টরুম ড্রামানির্ভর।