সানরাইজার্স হায়দরাবাদের পক্ষ থেকে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে ওয়ার্নার বলেছেন, ‘আইপিএল ২০২০-তে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে আমি শিহরিত। ফের দলকে নেতৃত্বে দেওয়ার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। গত দু’বছরে কেন ও ভুবি (ভুবনেশ্বর কুমার) যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে, তার জন্য ওদের ধন্যবাদ জানাচ্ছি। ওরা দুর্দান্ত কাজ করেছে। এবারও তোমাদের উপর নির্ভর করে থাকব। আমাকে এই সুযোগ দেওয়ায় ফের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আইপিএল ট্রফি জেতার জন্য সবরকম চেষ্টা করব।’ আইপিএল-এ হায়দরাবাদের হয়ে চার মরসুমে যথাক্রমে ৫৬২, ৮৪৮, ৬৪২ ও ৬৯২ রান করেন ওয়ার্নার। তিনি ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে অরেঞ্জ ক্যাপ পান। এখনও পর্যন্ত আইপিএল-এ ১২৬টি ম্যাচ খেলে তিনি করেছেন ৪,৭০৬ রান। আইপিএল-এ সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তিনি চার নম্বরে। এবারের আইপিএল-এ ওয়ার্নারদের প্রথম ম্যাচ ১ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। আইপিএল ২০২০: ফের সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক নির্বাচিত হলেন ডেভিড ওয়ার্নার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2020 05:01 PM (IST)
আইপিএল-এ হায়দরাবাদের হয়ে চার মরসুমে যথাক্রমে ৫৬২, ৮৪৮, ৬৪২ ও ৬৯২ রান করেন ওয়ার্নার।
নয়াদিল্লি: পাঁচ বছর পর ফের সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তিনি ২০১৫ সালে প্রথমবার এই দলের অধিনায়ক হয়েছিলেন। তিনি নিজে যেমন ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন, তেমনই দলকেও সাফল্য এনে দিয়েছিলেন। তবে বল-বিকৃতির জন্য নির্বাসিত হওয়ায় ২০১৮ সালের আইপিএল-এ খেলতে পারেননি। গতবারের আইপিএল-এ তিনি খেলেন কেন উইলিয়ামসনের নেতৃত্বে। তবে এবার তিনি অধিনায়কত্ব ফেরত পেলেন।