নয়াদিল্লি: গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স এবং শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ১৮ রানে হারিয়ে ম্যাচ জিতে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। একের পর এর হারের পর প্রশ্নের মুখে পড়েছে দীনেশ কার্তিকের অধিনায়কত্ব।


প্রথম চার ম্যাচে নাইট অধিনায়কের ব্যাটে সর্বসাকুল্যে অবদান ৩৭ রান। এই মরশুমে দীনেশ কার্তিকের ব্যাটিং ফর্ম একদমই ভালো যাচ্ছে না। তা সত্ত্বেও ফর্মে থাকা অইন মর্গ্যানের আগে তিনি ব্যাট হাতে নামেন এবং দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যার ফলে চাপ বাড়ে কেকেআরের অন্যান্য ব্যাটসম্যানদের উপর। এছাড়াও ম্যাচ চলাকালীন আরও বেশ কিছু খারাপ সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিক। যার ফলে কেকেআরকে হতাশাজনকভাবে এই ম্যাচে হারতে হয়েছে। আর তারপরই একদল কেকেআর সমর্থক দাবি তুলতে শুরু করেছেন, দীনেশ কার্তিককে সরিয়ে দেওয়া হোক অধিনায়কত্ব থেকে। তার বদলে অধিনায়কত্ব তুলে দেওয়া হোক বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যানের হাতে। যদিও এই বিষয়টি নিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট কোন কথাই বলেনি।

প্রাক্তন ক্রিকেটার এস শ্রীসন্থও দীনেশ কার্তিককে অধিনায়কত্ব থেকে সরানোর দাবি করে বলেন, 'অইন মর্গ্যানের উচিত কেকেআরের অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া। ও একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আমার মনে হয় কেকেআর-এর ও ধোনি, বিরাট বা রোহিতের মত একজন অধিনায়ক পাওয়া উচিত।' একথা লিখে ট্যুইট করেছেন শ্রীশান্ত।



এই বছর নাইট দল আরও শক্তিশালী হয়েছে। কিন্তু পারফরম্যান্সে তার প্রতিফলন পড়ছে না। বারবার মনে হচ্ছে, দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারছে না কেকেআর। আর এসবের নেপথ্যে আঙুল উঠছে দল নির্বাচন এবং ব্যাটিং অর্ডারের ভুলের দিকে। গতকালের ম্যাচ যার জলজ্যান্ত প্রমাণ। শনিবার অইন মর্গ্যান যখন ব্যাট করতে নামলেন তখন ওভারে ১৫ রানের বেশি প্রয়োজন। অন্যদিকে রাহুল ত্রিপাঠিকে নামানো হল ৮ নম্বরে। প্যাট কামিন্সেরও পরে। এরপর প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হল নাইটদের।

সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা দাবি তুলছেন, সময় এসেছে দীনেশকে বিদায় দিয়ে বিশ্বজয়ী মর্গ্যানকে অধিনায়ক করার। শুধু সমর্থকরা নন, একই দাবি তুলছেন শ্রীসন্থ, দীপ দাশগুপ্তর মতো প্রাক্তনরাও।