চেন্নাই : প্রথম দল হিসেবে এবারের আইপিএলের প্লেঅফের দৌড় থেকে ছিটকে গেল তিনবারের চ্যাম্পিয়ান চেন্নাই সুপার কিংস (সিএসকে)-র। গতকালের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে হারালেও প্লে অফে ওঠার আর কোনও আশাই নেই সিএসকে-র। রাজস্থান রয়্যালস গতকালের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে। ফলে চেন্নাই পয়েন্ট তালিকায় একেবারে নিচে নেমে গিয়েছে এবং প্লেঅফের দৌড় থেকে ছিটকে গিয়েছে।
২০০৮-এ আইপিএল শুরু হওয়ার পর এই প্রথম প্লেঅফেও উঠতে পারল না মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন সিএসকে। এরমধ্যে দুবার সাসপেন্ড থাকায় প্রতিযোগিতায় খেলতে পারেনি চেন্নাই। ওই দুই মরশুম বাদ দিলে এর আগে প্লেঅফের আগে কখনও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি হলুদ ব্রিগেড। ২০১৮-তে আইপিএলে ফিরেই ট্রফি জিতেছিল ধোনির দল। ২০১৯-এও ফাইনালে উঠেছিল।
সিএসকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর ধোনির স্ত্রী সাক্ষী ধোনি সোশ্যাল মিডিয়ায় একটি আবেগমথিক কবিতা শেয়ার করলেন অনুরাগীদের জন্য। সিএসকে-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলেও ‘ইট জাস্ট আ গেম’ নামে সাক্ষীর ওই কবিতা শেয়ার করা হয়েছে।




ইনস্টাগ্রামে সাক্ষী লিখেছেন, ‘এটা শুধু খেলা.. তুমি কিছু জিতবে, কিছু হারাবে। বহু চমকপ্রদ জয় এসেছে এমন অনেক ঘটনার সাক্ষী হয়েছ, সেইসঙ্গে বেশ কিছু যন্ত্রনাদায়ক হারও দেখতে হয়েছে। একদিকে উচ্ছ্বাস এবং অন্যদিকে আশাভঙ্গ!!
কবিতায় আরও লেখা হয়েছে, কোনও আবেগই যেন খেলোয়াড়োচিত মানসিকতাকে ছাপিয়ে না যায়। এটা তো শুধু খেলা! কেউ হারতে চায় না, কিন্তু সবাই তো জয়ী হতে পারে না! হারের পর স্তম্ভিত হয়ে মাঠ থেকে বেরিয়ে আসার সময়টা দীর্ঘ মনে হয়। আনন্দ-উচ্ছ্বাসের শব্দ, জয়ের বেদনায় দীর্ঘশ্বাস এনে দেয়, অন্তরের শক্তি নিয়ন্ত্রণ নেয়, এটা শুধুই খেলা। আগেও বিজয়ী ছিলে, এখনও বিজয়ী! সত্যিকারের যোদ্ধারা লড়াই করতেই জন্মেছে আর তারা আমাদের মনে ও হৃদয়ে সর্বদা সুপার কিংস হয়েই থাকবে!!’