কলকাতা: অষ্টমীতে কসবায় নিজের আবাসনের পুজোয় অঞ্জলি দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সন্ধিপুজোর সময়ও ছিলেন আগাগোড়া। করোনা বিধি মেনে চলেছেন অক্ষরে অক্ষরে। যা করেছিলেন, যেটুকু করেছিলেন, মেনেছিলেন করোনা বিধি।নবমীতেও তার অন্যথা হল না। কসবায় তার নিজের আবাসনের পুজোয় বাইরের লোকেদের জন্য 'No Entry'। তাই আবাসনের প্রতিবেশীদের সঙ্গেই সাংসদ মাতলেন পুজোর আনন্দে। ধুনুচি নিয়ে নাচলেন দেদার। দুধসাদা মাটি ছোঁয়া লহেঙ্গা স্কার্ট-টপে মিমির তুখোড় ধুনুচি নৃত্য ঠিক যেন সিনেমার দৃশ্য।


আরও পড়ুন: অষ্টমীতে দিলেন অঞ্জলি, কিন্তু করোনা-বিধি মানছেন অক্ষরে-অক্ষরে, বলছেন মিমি চক্রবর্তী

শুধু তাই নয়, নিজের হাতে প্রসাদ বিলি করলেন। দেওয়ার আগে সচেতন মিমির প্রশ্ন, 'কি, স্যানিটাইজার দেওয়া আছে তো হাতে?'



আবার খুদে বন্ধুর চশমা খুলে কাপড় দিয়ে মুছে দিলেন। আদর করে ছুঁয়ে দিলেন গাল। আবাসনের পুজোর উদ্যোক্তাদের সঙ্গে দরকারি বিষয়ে আলোচনাও সারলেন।



এদিন সাংসদ বা অভিনেত্রী নন, কসবার আবাসনের পুজোয় মিমি যেন সত্যিই পাশের বাড়ির মেয়ে!

দেখুন মিমির অষ্টমীর সকালের ভিডিও