চলতি করোনাভাইরাস অতিমারীর বিরুদ্ধে যাঁরা সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানাতেই সঞ্জীব বসাকের এই উদ্যোগ। বাতিল সামগ্রী দিয়েই দুর্গার প্রতিমা তৈরি করেছেন ধুবড়ি জেলা প্রশাসনের কর্মী সঞ্জীব। এই অতিমারীর সময় প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের জন্য ওষুধ দোকানগুলির সামনে মানুষের ভিড় দেখেই তাঁর এই পরিকল্পনা মাথায় এসেছিল।
সঞ্জীব সংবাদসংস্থাকে বলেছেন, এ বছরও আমি অভিনব কিছু করতে চেয়েছিলাম। প্রত্যেকের মুখে কোভিড-১৯-এর চিকিৎসা নিয়ে চিন্তার কথা। তাই আমি ওষুধের স্ট্রিপ ব্যবহার করে প্রতিমা তৈরির কথা ভেবেছিলাম ।
সঞ্জীব বলেছেন, লকডাউনে ওষুধ দোকানগুলিতে প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহ করতে লোকজনের ভিড় দেখেছিলাম লকডাউনে। তাই এই অতিমারীজনিত সংকটকে তুলে ধরতে ওষুধের স্ট্রিপ ব্যবহার করে প্রতিমা তৈরির ধারণা মনে আসে।
তবে শুরুতে এ ব্যাপারে কতটা সফল হওয়া যাবে, তা নিয়ে নিশ্চিত ছিলেন না সঞ্জীব। কারণ হিসেবে তিনি বলেছেন, কাজের চাপ ও নিরাপত্তাজনিত প্রোটোকলের কারণে এবার প্রতিমা তৈরি করা যাবে কিনা, তা নিয়ে উদ্বেগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত মেয়াদ ফুরানো ওষুধের স্ট্রিপ, থার্মোকল, বোর্ড এবং একটি ফ্রেমে ওষুধের স্ট্রিপগুলিকে জুড়তে অন্যান্য সামগ্রী ব্যবহার করে প্রতিমা তৈরি করতে পেরেছি।
সংবাদসংস্থা জানিয়েছে, প্রায় পাঁচ মাসের চেষ্টায় বিভিন্ন রঙের ট্যাবলেট, ক্যাপসুল ও ইঞ্জেকশনের ভয়ালকে কাজে লাগিয়ে নিজের পরিকল্পনাকে বাস্তব রূপ দিয়েছেন সঞ্জীব। গড়ে তুলেছেন, ছয় ফুটের প্রতিমা।