আবু ধাবি: আইপিএল-এ আজ মুখোমুখি হচ্ছে দীনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে গিয়েছে মুম্বই। অন্যদিকে, আজই প্রথম খেলতে নামছে কেকেআর। চলতি আইপিএল-এ প্রথম চারটি ম্যাচেই টানটান লড়াই দেখা গিয়েছে। আজও উত্তেজক ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। প্রথম চারদিনের মতোই আজও খেলা শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধে সাড়ে সাতটা থেকে। চলতি আইপিএল-এ আজ দ্বিতীয় ম্যাচ হচ্ছে আবু ধাবিতে।
আজকের এই খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচ ডি, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস ৩ এইচ ডি চ্যানেলে। এছাড়া বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে। অনলাইনে ম্যাচ সম্প্রচারিত হবে ডিজনি+হটস্টারে। ম্যাচের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন https://bengali.abplive.com/sports -এ।
IPL 2020, KKR vs MI LIVE: আজ কখন, কীভাবে দেখা যাবে কলকাতা-মুম্বই ম্যাচ?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2020 06:46 PM (IST)
আজ চলতি আইপিএল-এর পঞ্চম ম্যাচ আবু ধাবিতে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -