কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটাতে ফের সময়সীমা বেঁধে দিল স্যাট। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ। রাজ্য সরকারকে নির্দেশ রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাটের।


গত কয়েক বছর ধরে বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সঙ্গে টানাপোড়েন চলছে রাজ্য সরকারের। গত বছরের জুলাইয়ে স্যাট এক বছরের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয়।


রাজ্য সরকার রিভিউ পিটিশন করলে তা খারিজ হয়ে যায় গত জুলাইয়ে। রাজ্যের রিভিউ পিটিশন খারিজ করে ২০১৯-এর রায়ই বহাল রাখে স্যাট।


স্যাটের নির্দেশের পরও তা কার্যকর করেনি রাজ্য। এই অভিযোগে আদালত অবমাননার মামলায় দায়ের করা হয় সরকারের বিরুদ্ধে। সেই মামলার ভার্চুয়াল শুনানি ছিল বুধবার। এদিন স্যাট নির্দেশ দেয় আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মেটাতে হবে বকেয়া ডিএ।


যদিও কর্মচারী সংগঠনগুলির ধারণা, স্যাটের এই রায়ের প্রেক্ষিতে ফের আদালতে যেতে পারে রাজ্য সরকার। পাল্টা আইনি লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে কর্মচারী সংগঠনগুলি।


রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল বা স্যাটের এই ডিএ-নির্দেশের প্রেক্ষিতে রাজ্য কী কৌশল নেয় তা নিয়ে বাড়ছে জল্পনা।