এসআরএইচ-কে ১০ রানে হারিয়ে দিল আরসিবি
এবারের আইপিএল-এ আজই প্রথম ম্যাচ খেলছে আরসিবি ও এসআরআইচ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
21 Sep 2020 11:40 PM
এই ম্যাচে আরসিবি-র প্রাপ্তি তরুণ দেবদত্ত পাডিক্কলের দুর্দান্ত পারফরম্যান্স। আইপিএল-এ অভিষেক ম্যাচেই ৪২ বলে ৫৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন দেবদত্ত।
আইপিএল-এ আরও একটি উত্তেজক ম্যাচ হল। টানটান লড়াইয়ের শেষে সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অ্যারন ফিঞ্চ ও মণীশ পাণ্ডে যখন ব্যাটিং করছিলেন, তখন মনে হচ্ছিল সহজ জয় পাবে এসআরএইচ। কিন্তু যুজবেন্দ্র চাহল, নবদীপ সাইনিদের দুর্দান্ত বোলিং আরসিবি-কে জয় এনে দিল। চাহল ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। নবদীপ ও শিবম দুবে দু’টি করে উইকেট নেন।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৯ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ১৪৬/৮।
ভুবনেশ্বরের পর রশিদকেও (৬) ফিরিয়ে দিলেন নবদীপ।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৮ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ১৪২/৮।
ভুবনেশ্বরকে (০) বোল্ড করে দিলেন নবদীপ।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৭ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ১৩৫/৬।
১৭-তম ওভারে পঞ্চম উইকেট হারাল এসআরএইচ। ১২ রান করে আউট হয়ে গেলেন গর্গ। দুবের বল তাঁর গায়ে লেগে উইকেটে লাগল।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৬ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ১২৭/৪।
প্রথম বলেই বিজয়কে বোল্ড করে দিলেন চাহল। ১২১ রানে চতুর্থ উইকেট হারাল এসআরএইচ।
তিনবার ক্যাচ দিয়েছিলেন, ধরতে পারেননি আরসিবি-র ফিল্ডাররা। অবশেষে ৬১ রান করার পর চাহলের বলে বোল্ড হয়ে গেলেন বেয়ারস্টো।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৫ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ১২১/২।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৪ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ১০৮/২।
স্টেইন ক্যাচ ফস্কানোর পরেই অর্ধশতরান পূর্ণ করলেন বেয়ারস্টো।
2nd Innings, Sunrisers Hyderabad: ১৩ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৯৪/২।
2nd Innings, Sunrisers Hyderabad: ১২ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৮৯/২।
শেষ ১০ ওভারে জয়ের জন্য এসআরএইচ-এর দরকার ৮৬ রান।
মণীশের সঙ্গে বেয়ারস্টোর জুটি জমে উঠেছে। দ্রুত রান তুলছেন এই দুই ব্যাটসম্যান। এই জুটি ভাঙতে না পারলে আরসিবি-র পক্ষে জয় পাওয়া কঠিন।
2nd Innings, Sunrisers Hyderabad: ১০ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৭৮/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ১১ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৮৩/১।
মণীশের সঙ্গে বেয়ারস্টোর জুটি জমে উঠেছে। দ্রুত রান তুলছেন এই দুই ব্যাটসম্যান। এই জুটি ভাঙতে না পারলে আরসিবি-র পক্ষে জয় পাওয়া কঠিন।
2nd Innings, Sunrisers Hyderabad: ৯ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৭২/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ৮ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৫৯/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ৭ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৫৫/১।
2nd Innings, Sunrisers Hyderabad: ষষ্ঠ ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৪৮/১।
2nd Innings, Sunrisers Hyderabad: পঞ্চম ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৪০/১।
দ্বিতীয় ওভারেই রান আউট হয়ে গেলেন এসআরএইচ-এর অধিনায়ক ওয়ার্নার (৬)। বেয়ারস্টোর মারা উঁচু শট উমেশের হাতে লেগে নন-স্ট্রাইকার প্রান্তের উইকেট ভেঙে দেয়। তখন ক্রিজের বাইরে ছিলেন ওয়ার্নার। ফলে তিনি আউট হয়ে যান।
2nd Innings, Sunrisers Hyderabad: প্রথম ওভারের শেষে এসআরএইচ-এর স্কোর ৬/০।
স্টেইনের প্রথম ওভারে উঠল ৬ রান।
আরসিবি-র হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ডেল স্টেইন। এসআরএইচ-এর হয়ে ওপেন করতে নেমেছেন ওয়ার্নার ও বেয়ারস্টো।
1st Innings, Royal Challengers Bangalore: ২০ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৬৩/৫।
শেষ ওভারে বোলিং করতে এলেন ভুবনেশ্বর। তাঁর প্রথম বলে বাউন্ডারি মারার পর দ্বিতীয় বলে ২ রান নিয়ে অর্ধশতরান করলেন ডিভিলিয়ার্স। তবে পরের বলে ২ রান নিতে গিয়ে রান আউট হয়ে গেলেন তিনি। এই ওভারে উঠল ৮ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১৯ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৫৫/৩।
১৯ নম্বর ওভারে বোলিং করতে এলেন সন্দীপ। এই ওভারে উঠল ১৪ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১৮ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৪১/৩।
১৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন নটরাজন। এই ওভারে উঠল ৯ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১৩২/৩।
বিরাট আউট হওয়ার পর ক্রিজে এলেন শিবম দুবে। ১৭ নম্বর ওভারে বোলিং করতে এলেন ভুবনেশ্বর। এই ওভারে উঠল ৮ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১৬ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১২৪/৩।
১৪ রান করেই ফিরে গেলেন আরসিবি অধিনায়ক বিরাট। তাঁর উইকেট নিলেন নটরাজন।
1st Innings, Royal Challengers Bangalore: ১৫ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১১৬/২।
১৫ নম্বর ওভারে বোলিং করতে এলেন রশিদ। এই ওভারে উঠল ৮ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১৪ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১০৮/২।
১৪ নম্বর ওভারে বোলিং করতে এলেন সন্দীপ। এই ওভারে উঠল ৬ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১৩ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১০২/২।
১৩ নম্বর ওভারে বোলিং করতে এলেন বিজয়। এই ওভারে উঠল ৭ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ১২ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৯৫/২।
পরপর ২ বলে ২ উইকেট হারাল আরসিবি। দেবদত্তর পর এবার ফিরে গেলেন অপর ওপেনার ফিঞ্চ (২৯)। উইকেট নিলেন অভিষেক।
1st Innings, Royal Challengers Bangalore: ১১ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৯০/১।
১১ নম্বর ওভারে বোলিং করতে এলেন বিজয়। এই ওভারের শেষ বলে ফিরে গেলেন দেবদত্ত (৫৬)। দুরন্ত ইনিংস খেললেন তিনি।
1st Innings, Royal Challengers Bangalore: ১০ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৮৬/০।
১০ নম্বর ওভারে বোলিং করতে এলেন বাঁ হাতি স্পিনার অভিষেক শর্মা। তাঁর প্রথম বলে ২ রান নিলেন দেবদত্ত। পরের বলেও এল ২ রান। তৃতীয় বলে বাউন্ডারি মেরে অর্ধশতরান করলেন দেবদত্ত। এই ওভারে উঠল ১১ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৯ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৭৫/০।
নবম ওভারে ফের বোলিং করতে এলেন রশিদ। এই ওভারে উঠল ১১ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৮ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৬৪/০।
৮ নম্বর ওভারে বোলিং করতে এলেন নটরাজন। এই ওভারে উঠল ৫ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৫৯/০।
সপ্তম ওভারে বোলিং করতে এলেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান। এই ওভারে উঠল ৬ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৬ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৫৩/০।
ষষ্ঠ ওভারে বোলিং করতে এলেন সন্দীপ। এই ওভারে উঠল ৫ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৫ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৪৮/০।
পঞ্চম ওভারের শেষ দুই বল করলেন বিজয় শঙ্কর। তাঁর প্রথম বলটাই নো হল। ফ্রি-হিটে ছক্কা মারলেন ফিঞ্চ।
পঞ্চম ওভারে ফের বোলিং পরিবর্তন। এবার বোলিং করতে এলেন মিচেল মার্শ। তাঁর তৃতীয় বলে বাউন্ডারি মারলেন দেবদত্ত। চতুর্থ বলে এল এক রান। কিন্তু এরপরেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেন মার্শ।
বোলিং পরিবর্তন ওয়ার্নারের। সন্দীপের বদলে চতুর্থ ওভারে বোলিং করতে এলেন টি নটরাজন। তাঁর দ্বিতীয় বলে বাউন্ডারি মারলেন দেবদত্ত। তৃতীয় বলেও বাউন্ডারি মারলেন তিনি। চতুর্থ বলে কোনও রান না এলেও, পঞ্চম বলে ফের বাউন্ডারি। ওভারের শেষ বলে কোনও রান হয়নি। ৪ ওভার শেষে আরসিবি-র স্কোর ৩২/০।
ভুবনেশ্বরের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মারলেন তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান দেবদত্ত। চতুর্থ বলে এল এক রান। পঞ্চম বলে ২ রান নিলেন ফিঞ্চ। শেষ বলে কোনও রান হল না। ৩ ওভারের শেষে আরসিবি-র স্কোর ২০।
ভুবনেশ্বরের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে বাউন্ডারি মারলেন তরুণ বাঁ হাতি ব্যাটসম্যান দেবদত্ত। চতুর্থ বলে এল এক রান। পঞ্চম বলে ২ রান নিলেন ফিঞ্চ। শেষ বলে কোনও রান হল না। ৩ ওভারের শেষে আরসিবি-র স্কোর ২০।
২ ওভারের শেষে আরসিবি-র রান বিনা উইকেটে ১৩।
দ্বিতীয় ওভারে বোলিং করতে আসেন সন্দীপ শর্মা। তাঁর প্রথম বলেই বাউন্ডারি মারলেন দেবদত্ত। তৃতীয় বলে ফের বাউন্ডারি মারলেন এই তরুণ ব্যাটসম্যান। তিনি চতুর্থ বলে নিলেন ২ রান। পঞ্চম বলে এল এক রান। ওভারের শেষ বলে কোনও রান করতে পারেননি ফিঞ।
আজই আইপিএল-এ প্রথম ম্যাচ খেলতে নেমেছেন দেবদত্ত। তিনি প্রথম ওভারে এক রান করেছেন।
ভুবনেশ্বরের তৃতীয় বলটি ওয়াইড হওয়ায় প্রথম রান পেল আরসিবি। প্রথম ওভারে উঠল ওয়াইড সহ ২ রান।
আরসিবি-র হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অ্যারন ফিঞ্চ ও দেবদত্ত পাডিক্কল। এসআরএইচের হয়ে বোলিং আক্রমণ শুরু ভুবনেশ্বর কুমারের।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল- অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, জোশ ফিলিপ্পে, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সাইনি ও যুজবেন্দ্র চাহল।
সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, মণীশ পাণ্ডে, বিজয় শঙ্কর, প্রিয়ম গর্গ, অভিষেক শর্মা, মিচেল মার্শ, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও সন্দীপ শর্মা।
প্রেক্ষাপট
দুবাই: আজ এবারের আইপিএল-এ প্রথম ম্যাচ খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) ও সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)। দুবাইয়ে এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এসআরএইচ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ফলে প্রথমে ব্যাটিং করছে বিরাট কোহলির দল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -