মুম্বই: কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) কার্যত উড়িয়ে দিয়ে চলতি আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)  দারুণ একটা রেকর্ডেরও মালিক হল। বুধবার শারজায় রোহিত শর্মার ৮০, সূর্যকুমার যাদবের ৪৬ রানে ভর করে ১৯৫ রান তোলে মুম্বই। পাল্টা মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় নাইটরা। ৪৯ রানে জেতা মুম্বই আইপিএলের ইতিহাসে প্রথম দল হল যারা একটি ফ্র্যাঞ্চাইসির বিরুদ্ধে ২০ বার জিতল। ঘটনাচক্রে এ ব্যাপারে দ্বিতীয় স্থানে আছে কেকেআর। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ১৭টি ম্যাচ জিতেছে তারা। মুম্বইও সিএসকের বিরুদ্ধে ১৭টি ম্যাচে জিতেছে। মুম্বই ও কলকাতার শেষ ১১টি ম্যাচের খতিয়ান ঘাঁটলে দেখা যাবে, রোহিতদেরই একচেটিয়া দাপট। ১০টিই জিতেছে মুম্বই। এপর্যন্ত মুম্বইয়ের বিরুদ্ধে খেলা ২৬টি ম্য়াচের মধ্যে মাত্র ৬টিতে জিতেছে কলকাতা। আরও একটি কৃতিত্বের মালিক হল মুম্বই। সংযুক্ত আরব আমিরশাহিতে সব আইপিএল ম্যাচে হারের পর কলকাতাকে হারিয়ে সেদেশে প্রথম জয় পেল তারা।
ম্যাচের শেষে রোহিত মেনে নেন, আমিরশাহির চলতি আবহাওয়ায় ক্রিজে বেশিক্ষণ থেকে বড় ইনিংস খেলা সহজ নয়। অনেকটা দম বেরিয়ে যায়। তিনি বলেন, শেষের দিকে আমি হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমাদের কাছে এটা শিক্ষার। একদল ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত খেলার জন্য তৈরি থাকতে হবে। আগেও এটা দেখেছি। সেটাই চেষ্টা করেছি। গরম, আদ্রতা কাজটা কঠিন করে দেয়, তবে ৬ মাস বিরতির পর যতক্ষণ বেশি সম্ভব ব্যাট করা অপরিহার্য। প্রথম ম্যাচে পারিনি, তবে আজ পারলাম। রোহিত মাঝের দিকে গতকাল ব্যাট করে কয়েকটি ছক্কা মারেন। বলেন, পুল শট মেরেছি। বেশ প্র্যাকটিশ করেছি ওটা। আমার সব শটই ভাল হয়েছে। দলের পারফরম্যান্সে যথেষ্ট খুশি।