এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক শ্রেয়স আয়ার। ৪ উইকেটে ১৬২ রান করে দিল্লি। সহজেই সেই রান টপকে গেল মুম্বই।
এদিন দিল্লির হয়ে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখান তারকা ওপেনার শিখর ধবন। তিনি ৫২ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ছক্কা। শ্রেয়স করেন ৪২ রান। অজিঙ্কা রাহানে করেন ১৫ রান। মার্কাস স্টোইনিস ৮ বলে দু’টি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে রান আউট হয়ে যান। ১৪ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। মুম্বইয়ের হয়ে জোড়া উইকেট নেন ক্রুণাল পাণ্ড্য। একটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট।
মুম্বইয়ের অধিনায়ক রোহিত এদিন রান পাননি। তিনি মাত্র পাঁচ রান করেই অক্ষর পটেলের বলে কাগিসো রাবাডার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তবে অপর ওপেনার কুইন্টন ডি কক ও তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব দু’জনই ৫৩ রান করে করেন। ঈশান কিষাণ করেন ২৮ রান। কাইরন পোলার্ড ১১ ও ক্রুণাল ১২ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে জোড়া উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন অক্ষর, রবিচন্দ্রন অশ্বিন ও মার্কাস স্টোইনিস।