নয়াদিল্লি: এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল প্রবীণ তাম্বের। কিন্তু বিসিসিআই জানিয়ে দিল, ৪৮ বছর বয়সি এই ক্রিকেটারকে আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হবে না। কারণ, তিনি সরকারিভাবে অবসরের কথা ঘোষণা না করেই গত বছর আবু ধাবি টি ১০ লিগে খেলেন। বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, ভারতের কোনও ক্রিকেটারকে বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। সেই নিয়ম লঙ্ঘন করাতেই তাম্বের বিরুদ্ধে ব্যবস্থা নিল বিসিসিআই।


এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন, ‘তাম্বেকে যদি আইপিএল-এ খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে বাকিদেরও অনুমতি দিতে হবে। সেই কারণেই তাম্বেকে এবারের আইপিএল-এ খেলতে দেওয়া হবে না। বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বিদেশে একদিনের ম্যাচ, তিনদিনের ম্যাচ, চারদিনের ম্যাচ ও কাউন্টি ক্রিকেট খেলার অনুমতি দেয়। সংশ্লিষ্ট ক্রিকেটারদের বিসিসিআই ও রাজ্য সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু তাম্বে সেই নিয়ম মানেননি।’

আইপিএল-এর ইতিহাসে সফলতম বোলারদের তালিকায় না থাকলেও, তাম্বের এমন একটি রেকর্ড আছে, যা অন্য কারও নেই। তিনি ২০১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে ২ বলে হ্যাটট্রিক করেছিলেন। প্রথম উইকেটটি ছিল মণীশ পাণ্ডের। সেই বলটি ওয়াইড হয়। স্টাম্প করেন সঞ্জু স্যামসন। পরের দু’টি বৈধ বলে ইউসুফ পঠান ও রায়ান টেন দুশখাতেকে ফেরান তাম্বে। তিনি আইপিএল-এর ইতিহাসে প্রবীণতম ক্রিকেটার। এবারের নিলামে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় কেকেআর। কিন্তু খেলাই হচ্ছে না তাঁর।