নয়াদিল্লি: দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও কিংস ইলেভেন পঞ্জাবের টানটান লড়াই। টি-২০-র সব ধরনের উত্তেজনা তারিয়ে উপভোগ করেছেন দর্শকরা। রুদ্ধশ্বাস ম্যাচ শেষপর্যন্ত গড়াল সুপার ওভারে। সুপার ওভারে হার মানতে হল পঞ্জাবকে। জয় দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করল দিল্লি।
শেষ তিন বলে জয়ের জন্য পঞ্জাবের দরকার ছিল মাত্র এক রান। কিন্তু ম্যাচ প্রায় ছুঁড়ে দিয়ে আসে তারা। কিন্তু পরিস্থিতি অন্যরকম হতেই পারত যদি আম্পায়ার ক্রিস জর্ডনের একটা রান ‘শর্ট রান’ ঘোষণা না করতেন। আম্পায়ের ওই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ  কিংস ইলেভেন পঞ্জাবের মালিক প্রীতি জিন্টা ও প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
১৯ তম ওভারে বল করছিলেন দিল্লির কাগিসো রাবাডা। তাঁর প্রথম বলে মায়াঙ্ক অগ্রবাল বাউন্ডারি মারেন। রাবাডা ওভারের তৃতীয় বলে ইয়র্কার দেন। মায়াঙ্ক তা একস্ট্রা কভার এলাকায় খেলেন। তাঁর সঙ্গী ব্যাটসম্যান ক্রিস জর্ডনের ডেঞ্জার এন্ডে পৌঁছনোর কথা ছিল। দুই ব্যাটসম্যান দুই রান নেন। যদিও লেগ আম্পায়ার নিতিন মেনন শর্ট রান ঘোষণা করেন। এর অর্থ ব্যাটসম্যান ক্রিজে না পৌঁছেই দ্বিতীয় রানের জন্য দৌড়ন। আম্পায়ারের বক্তব্য উইকেটকিপিং প্রান্তে জর্ডনের ব্যাট ক্রিজের ভেতরে না গিয়েই দ্বিতীয় রানের জন্য দৌড়ে ছিলেন।
যদিও টেলিভিশন রিপ্লেতে দেখা অনেকেরই বক্তব্য, আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল না। জর্ডনের ব্যাট ক্রিজে পৌঁছেছিল।
আম্পায়ারের এই বিতর্কিত সিদ্ধান্ত একেবারেই মেনে নিতে পারছেন না কিংস ইলেভেন পঞ্জাবের সহ মালিক তথা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। ট্যুইটারের মাধ্যমে তিনি তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন।
প্রীতির ট্যুইট, এই অতিমারীর সময় মহা উৎসাহ নিয়ে এসে ছয় দিন কোয়ারেন্টিনে ছিলাম। বেশ কয়েকবার হাসিমুখে কোভিড-১৯ টেস্টও করিয়েছি। কিন্তু ওই একটা শর্ট রান আমাকে খুবই আহত করেছে। যদি ব্যবহার না করা হয়, তাহলে প্রযুক্তি কী কাজে লাগবে? বিসিসিআই-এর এখন নতুন নিয়ম চালুর সময় চলে এসেছে। প্রতি বছরই এমন চলতে পারে না।




ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগও আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ব্যঙ্গ করে সহবাগ বলেছেন, আম্পায়ারকেই তো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া উচিত ছিল।