নয়াদিল্লি: আসন্ন আইপিএল-এ রাজস্থান রয়্যালসের স্পিন বোলিং পরামর্শদাতা নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের অফস্পিনার ইশ সোধি। আজ তাঁকে নিয়োগ করার কথা ঘোষণা করেছে রাজস্থান রয়্যালস। বোলিং কোচ সাইরাজ বাহুতুলে ও চিফ অপারেটিং অফিসার জেক লাশ ম্যাকক্রামের সঙ্গে কাজ করবেন সোধি।


২০১৮ ও ২০১৯-এর আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন ২৭ বছর বয়সি সোধি। তিনি আটটি ম্যাচ খেলে ৯টি উইকেট নিয়েছেন। এবার নয়া দায়িত্ব পেয়ে তিনি বলেছেন, ‘রয়্যালসের হয়ে দুই মরসুম খেলে সবার সঙ্গে আমার ভাল বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সবাই সবসময় আমাকে সাহায্য করেন। তাই রয়্যালস ম্যানেজমেন্টের কাছ থেকে এই প্রস্তাব পেয়ে সম্মতি জানাতে দু’বার ভাবিনি। এত কম বয়সে কোচিং স্টাফের সঙ্গে যুক্ত হতে পারা আমার কাছে দারুণ সুযোগ। আমি অনেককিছু শিখতে পারব।’

নিউজিল্যান্ডের হয়ে ১৭টি টেস্ট ও ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সোধি। এছাড়া ৪০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। খেলতে খেলতেই এবার কোচিংয়েও হাত পাকানোর সুযোগ পাচ্ছেন এই স্পিনার।