নয়াদিল্লি: প্রতিবারই তারকা খচিত দল। কিন্তু এখনও পর্যন্ত আইপিএল ট্রফি অধরাই রয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ( আরসিবি)-র। আর এই ঘটনা নিয়ে আরসিবি-র দল বাছাই নিয়ে বিতর্ক প্রতিবারেই দানা বেঁধেছে। দলের ব্যাটিং লাইনআপের নেতৃত্বে রয়েছেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। তাঁদের সহায়তা করতে রয়েছেন অন্যান্যরা।
এবার ট্রফির খরা কাটাতে স্কোয়াডে গভীরতা আনতে আরসিবি দলে নিয়েছে অ্যারন ফিঞ্চ ও ক্রিস মরিসের মতো ক্রিকেটারকে।
সেইসঙ্গে সাপোর্ট স্টাফ হিসেবে এসেছেন নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন ও প্রাক্তন অসি ক্রিকেটার সাইমন কাটিচ। থিঙ্ক ট্যাঙ্কের অংশ তারা।
এতদিন পর্যন্ত আরসিবি কেন ট্রফি জিততে পারেনি, সেটা একটা ধাঁধা বলে মন্তব্য করেছেন ভারতের প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী সুনীল গাওস্কর। এ ব্যাপারে ক্রীড়া সংক্রান্ত একটি সংবাদমাধ্যমে নিজের নিবন্ধে গাওস্কর লিখেছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মতো দল এতদিন কেন ট্রফি জিততে পারেনি, তা একটা ধাঁধা। যে দলে কোহলি ও ডিভিলিয়ার্সের মতো খেলোয়াড় রয়েছেন, তাদের দৌড়ে পিছিয়ে পড়ার কোনও কারণ নেই। হতে পারে এটাও একটা সমস্যা। কারণ, তাঁরা যখন ব্যর্থ হন, তখন অন্যরা পরিস্থিতি সামলে ওঠার ক্ষেত্রে ভূমিকা নিতে পারেন না। এবার ওদের নতুন কোচ এসেছেন এবং এবার হয়ত ট্রফির খরা কাটানোর আশায় বুক বাঁধছে দল।
আরসিবি-র হয়ে সম্ভাব্য ম্যাচ উইনার কে হতে পারেন, সে বিষয়েও নিজের মত জানিয়েছেন গাওস্কর। তিনি বলেছেন, খেলা গড়ানোর সঙ্গে পিচ ঢিমে গতির হয়ে যাওয়ার মতো পরিস্থিতি থাকলে দুই চ্যাম্পিয়ন ব্যাটসম্যানকে ওপেন করতে পাঠানোই বুদ্ধিমানের কাজ হবে। কারণ, শুরুকে বল শক্ত থাকবে এভং ব্যাটে ভালোভাবে আসবে। পরে স্পিনাররা অ্যাটাকে চলে এলে তেমনটা হবে না। এ ধরনের পিচে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ম্যাচ উইনার হয়ে উঠতে পারেন।
আরসিবি এবারের আইপিএলে তাদের প্রথম ম্যাচ খেলবে ২১ সেপ্টেম্বর হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে
আইপিএল কোহলি বা ডিভিলিয়ার্স নন, এবার আরসিবি-র ম্যাচ উইনার কে হতে পারেন, জানালেন গাওস্কর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Sep 2020 04:03 PM (IST)
এবার ট্রফির খরা কাটাতে স্কোয়াডে গভীরতা আনতে আরসিবি দলে নিয়েছে অ্যারন ফিঞ্চ ও ক্রিস মরিসের মতো ক্রিকেটারকে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -