নয়াদিল্লি: কোভিড-১৯ আতঙ্কের জেরে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার খবরে হতাশ হতে হয়েছিল আপামর ক্রিকেটপ্রেমীদের। কিন্তু, সেই মানুষদের মুখে মঙ্গলবার রাতে হাসি ফোটাল বিসিসিআই। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে দিলেন ২০২০ সালের আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।
সর্বশেষ খবর অনুযায়ী, সম্ভাব্য ক্ষেত্র হিসেবে আমিরশাহিকেই বাছাই করেছে ভারতীয় বোর্ড। এই মর্মে সরকারি অনুমতিও চাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত মার্চের শেষদিকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল-এর। কিন্তু, করোনা লকডাউনের জেরে তা স্থগিত হয়ে যায়। পিছিয়ে দিয়ে হয় বিপুল জনপ্রিয় এই প্রতিযোগিতা।
গত কয়েকমাস ধরে আইপিএল-এর বিকল্প স্থানের খোঁজ চালাচ্ছিল বিসিসিআই। কারণ, বর্তমানে ভারতে যা পরিস্থিতি রয়েছে, তাতে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব না। মঙ্গলবার, ব্রিজেশ পটেল জানান, জায়গা চূড়ান্ত হয়ে গিয়েছে। তারিখ এখনও পাকা হয়নি। তবে তা আগামী ৭-১০ দিনের মধ্যেই স্থির করা হবে।
এখানে বলে রাখা প্রয়োজন, টি২০ বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার ফলে, আইপিএল-এর দরজা উন্মুক্ত হয়। সূত্রের খবর, সম্ভবত ২৬ সেপ্টেম্বর শুরু হবে এই প্রতিযোগিতা। শেষ সম্ভবত নভেম্বর ৭ বা ৮ তারিখ। গোটাটাই হবে আমিরশাহিতে।