দুবাই: গতকাল দুবাইয়ে উত্তর ভারতের দু’টি দল দিল্লি ও পঞ্জাবের মধ্যে চরম উত্তেজক ম্যাচ হয়েছে। শেষ বলে টাই হওয়ার পর সুপার ওভারে জিতেছে দিল্লি। আজ দুবাইয়েই মুখোমুখি হচ্ছে দক্ষিণ ভারতের দু’টি দল ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ। বিরাট কোহলির দলের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের দলের লড়াই। অতীতে বারবার এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আজকের ম্যাচের আগে দেখে নেওয়া সেই পরিসংখ্যান।


এখনও পর্যন্ত ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ ১৫ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ৮টি ম্যাচ জিতেছে হায়দরাবাদ এবং ৬টি ম্যাচ জিতেছে ব্যাঙ্গালোর। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যানে অবশ্য কোনও দলই এগিয়ে নেই। দু’দল দু’টি করে ম্যাচ জিতেছে। ২০১৭ মরসুমে চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যায়।

ব্যাঙ্গালোর ও হায়দরাবাদ শেষবার মুখোমুখি হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে। সেই ম্যাচ ৪ উইকেটে জেতে ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৭৫ রান তোলে হায়দরাবাদ। কেন উইলিয়ামসন করেন ৭০ রান। চার বল বাকি থাকতেই সেই রান তুলে নেয় ব্যাঙ্গালোর। শিমরন হেটমায়ার (৭৫) ও গুরকিরত সিংহ (৬৫) চতুর্থ উইকেট জুটিতে ১৪৪ রান যোগ করেন। তার ফলেই জয় আসে।

দু’দলের সাক্ষাৎকারে ব্যক্তিগত রেকর্ডের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে, দুই অধিনায়কই সবচেয়ে বেশি রান করেছেন। হায়দরাবাদের হয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৫৬২ রান করেছেন ওয়ার্নার। হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট করেছেন ৫০৪ রান। একটি ম্যাচে সবচেয়ে বেশি রান হায়দরাবাদের হয়ে জনি বেয়ারস্টোর ১১৪। ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ রান বিরাটের অপরাজিত ৯৩। এক ইনিংসে সবচেয়ে বেশি রান হায়দরাবাদের ২৩১/২। ব্যাঙ্গালোরের এক ইনিংসে সর্বোচ্চ রান ২২৭/৪।

এবার চোখ রাখা যাক বোলারদের পারফরম্যান্সের দিকে। হায়দরাবাদের হয়ে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৪টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ব্যাঙ্গালোরের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ১০টি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চাহল। একটি ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স হায়দরাবাদের মহম্মদ নবির। তিনি ১ রান দিয়ে ৪ উইকেট নেন। ব্যাঙ্গালোরের ওয়াশিংটন সুন্দর ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন।