নয়াদিল্লি: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-র ত্রয়োদশ সিজনে মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে পেলেন দর্শকরা। রোমাঞ্চকর ম্যাচে মুম্বইকে হারাল কেএল রাহুলের দল।  নির্ধারিত ২০ ওভারে দুই দলের স্কোরই সমান হওয়ার পর প্রথম সুপার ওভারও টাই হয়। এরপর ম্যাচের ফয়সালা হল দ্বিতীয় সুপার ওভারে। কিন্তু দ্বিতীয় সুপার ওভারে কিংস ইলেভেন পঞ্জাবের মায়াঙ্ক অগ্রবালের একটা দুর্দান্ত ফিল্ডিং ম্যাচের রংটাই পাল্টে দিল।
দ্বিতীয় সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ড ডিপ মিডউইকেটের ওপর দিয়ে শট খেলেন। বল উড়ে যাচ্ছিল সীমানার ওপর দিয়ে। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়ানো মায়াঙ্ক শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে বল ধরে মাঠের ভেতরে ফেলে দেন। তাঁর এই দুরন্ত প্রচেষ্টায় নিশ্চিত ছয় রান থেকে বঞ্চিত হয় মুম্বই। মাত্র দুই রান নেন ব্যাটসম্যানরা। নিশ্চিতভাবে চার রান বাঁচান তিনি।


ময়াঙ্কের বাঁচানো এই চার রান কিংস ইলেভেন পঞ্জাবের জেতার জন্য নির্ণায়ক প্রমাণিত হয়। ওই চার রান না বাঁচালে পঞ্জাবের দ্বিতীয় সুপার ওভারে জয়ের জন্য কিংল ইলেভেন পঞ্জাবের জয়ের লক্ষ্য দাঁড়াতো ১৬। এরফলে দলের ওপর অতিরিক্ত চাপ পড়ত।
কিন্তু মায়াঙ্কের প্রয়াসে মুম্বই দ্বিতীয় সুপার ওভারে ১১ রানই তুলতে পারে। এরপর সুপার ওভারে ব্যাট করতে নেমে জুটি চার মেরে কিংস ইলেভেন পঞ্জাবকে শুধু জয়ই এনে দিলেন না, সেইসঙ্গে প্লেঅফে যাওয়ার সম্ভাবনাও জিইয়ে রাখলেন।
মুম্বই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৬ রান করে। পঞ্জাবও থামে ১৭৬ রানে। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।