মস্কো: কোনও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বিশ্বের করোনা পরিস্থিতি। বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যাও এরই মধ্যে ছাড়িয়ে গেছে সোয়া ২ কোটি। মৃতের সংখ্যা প্রায় ৮ লাখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দিয়েছে, একমাত্র টিকা ছাড়া রাতারাতি এর কোন সমাধান নেই। রাশিয়ার টিকা স্পুটনিক ৫ রেজিস্টার্ড হয়ে গেলেও তার পরীক্ষা এখনও চলছে। এবার তা ৪০ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হবে বলে জানিয়েছে রাশিয়ার সভারেন ওয়েলথ ফান্ড, এরাই দিয়েছে টিকা প্রস্তুতের অর্থ।
রুশ সরকারের দাবি, এই টিকা সুরক্ষিত ও কার্যকর। বিজ্ঞানীরা গত দু'মাস ধরে ছোট ছোট পরীক্ষায় এটি মানুষের ওপর প্রয়োগ করে চলেছেন। কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা রুশ সরকারের দাবি নিয়ে সন্দিহান, ঠিকমত পরীক্ষা না করেই কীভাবে তা বাজারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হল, তা জানতে চাইছেন তাঁরা।
বিশ্বের বহু দেশ কোভিড-১৯ টিকা তৈরির কাজে নেমেছে। এর মধ্যে রয়েছে ভাইরাল-ভেক্টর ভিত্তিক ভ্যাকসিন, ভাইরাল-ভিত্তিক, নিউক্লিয়ার অ্যাসিড ভিত্তিক ও প্রোটিন ভিত্তিক ভ্যাকসিন। রাশিয়ান অ্যাডেনোভাইরাস ভেক্টর-ভিত্তিক ভ্যাকসিনটি ১১ অগাস্ট রুশ স্বাস্থ্য মন্ত্রক দ্বারা রেজিস্টার্ড হয়, এটিই প্রথম কোনও দেশের সরকার স্বীকৃত বাজারে রেজিস্টার্ড করোনা টিকা। জানা গিয়েছে, ভ্যাকসিনের কথা রাশিয়া ঘোষণা করতেই মস্কোর ভারতীয় দূতাবাস যোগাযোগ করেছে রাশিয়ার মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে। দূতাবাস সূত্রে বলা হয়েছে, তারা এখন কোভিড-১৯-এর এই ভ্যাকসিনের সুরক্ষা এবং কার্যকারিতা ডেটার জন্য অপেক্ষা করছে।
রাশিয়ার এজেন্সি সূত্রের খবর, ভ্যাকসিনের প্রথম ব্যাচের ডোজগুলি দেওয়া হবে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েকে এই ভ্যাকসিনের ডোজ প্রথম দেওয়া হয়। এবার বিশ্ববাসীর জন্য লক্ষ লক্ষ ডোজ প্রস্তুত করার পরিকল্পনা চলছে। রাশিয়ায় আপাতত আক্রান্তের সংখ্যা সাড়ে নয় লক্ষ। ১৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
৪০ হাজার মানুষের উপর পরীক্ষা হবে রাশিয়ার কোভিড ভ্যাকসিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2020 02:23 PM (IST)
রাশিয়ার এজেন্সি সূত্রের খবর, ভ্যাকসিনের প্রথম ব্যাচের ডোজগুলি দেওয়া হবে চিকিৎসক, শিক্ষক এবং অন্যান্য ফ্রন্টলাইন কর্মীদের।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -